দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড কন্ট্রোভার্সির স্পটলাইটে এখন কঙ্গনা রনওয়াত। টুইটারকে হাতিয়ার বানিয়েছেন অভিনেত্রী। একের পর এক আক্রমণাত্বক টুইট আর বিতর্ক। সে প্রসঙ্গেই এবার অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার পিটিশন দায়ের করা হল বোম্বে হাইকোর্টে।
সম্প্রতি সঙ্গীত শিল্পী জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানি আইনে মামলা দায়ের করেন। সে মামলা যো আছেই। এবার তার সঙ্গে আরও এক আইনী খেসারতের কবলে অভিনেত্রী। আলি কাসিব খান দেশমুখ নামের এক আইনজীবী সম্প্রতি বম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেন অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি নিয়ে।
আরও পড়ুন: এবার রিলে নয় রিয়্যাল লাইফে, নতুন বছরেই রাজনীতিতে রজনীকান্ত!
পিটিশন অনুযায়ী, কঙ্গনা তাঁর টুইটের মাধ্যমে দেশের মধ্যে বিবাদ ও হিংসা ছড়াচ্ছেন। দেশের একাধিক মহলকে বিভক্ত করার চেষ্টা করছেন। পাশাপাশি দেশের বিচারব্যবস্থাকেও ‘পাপ্পু সেনা’ বলে কটাক্ষ করেছেন।
যদিও অভিনেত্রীও চুপ থাকেন নি। তিনি লেখেন, “আমি অনবরত অখন্ড ভারতের চেষ্টা করে যাচ্ছি। বিভক্ত দলগুলোকে এক করার চেষ্টা করছি। উল্টে আমাকে দোষারোপ করা হচ্ছে আমি নাকি দেশ ভাগ করছি। টুইটার একমাত্র প্ল্যাটফর্ম নয়। আমার একটা ইশারায় হাজারটা ক্যামেরা চলে আসবে শুধু আমার বক্তব্য শোনার জন্য।”
এছাড়াও অভিনেত্রী পাঞ্জাবের কৃষক আন্দোলন প্রসঙ্গের বিতর্কেও জড়িয়েছেন। সেই সূত্রে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে ‘কর্ণ জোহারের পোষ্য’ বলেও কটাক্ষ করেন।