দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: LGBTQ আন্দোলন যখন সারা বিশ্বজুড়ে চলা লিঙ্গবৈষম্যকে ভাঙতে উদ্যত তখন সমাজের বিভিন্ন মহল থেকে নির্ভীকভাবে নিজেদের লিঙ্গ পরিচয় ও পরিবর্তনের আওয়াজ উঠছে। সেই আওয়াজের অন্যতম স্বর হয়ে উঠেছেন ‘ইনসেপশন’, ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’, ‘জুনো’-খ্যাত তারকা এলেন পেজ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের রূপান্তরকরণের খবর প্রকাশ করে নিজের নতুন নাম ‘এলিয়ট’ বলে ঘোষণা করেন, সঙ্গে তিনি লেখেন – “আই লাভ দ্যাট আই অ্যাম ট্রান্স”।
তাঁকে সমর্থন জানিয়ে সবথেকে আগে পাশে যাকে পেয়েছেন তিনি হলেন তাঁর স্ত্রী এমা পোর্টনার। হলিউড ও চলচ্চিত্রের নানা মহল ‘এলিয়ট’কে শুভেচ্ছা জানিয়েছে তার এই সাহসিকতার জন্য; সেই তালিকায় আছে হিউ জ্যাকমান থেকে মার্ক রাফালো। এলেনের এই ‘এলিয়ট’ হওয়াকে সাধুবাদ জানিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’র মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি, তিনি জানিয়েছেন এই রূপন্তরকরণের পর তিনি সেই নারী চরিত্রেই অভিনয় চালিয়ে যাবেন।
এলেনের এই সাহসি পদক্ষেপে যখন সমর্থন মিলছে সোশ্যাল দুনিয়ায় তখন নেটিজেনরা ব্যস্ত এই পদক্ষেপকে ‘মিম কনটেন্টে’ পরিণত করতে। কাল সারাদিন বিভিন্ন জায়গায় সেই মিম দেখা গেছে, কিন্তু এলিয়ট সেই নিয়ে কোনো কথা বলেননি। বরং নেটফ্লিক্স এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তড়িঘড়ি তাদের সাইটে অভিনেতার নাম পরিবর্তন করে দিয়েছেন।