দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কৃষি আইনের বিরুদ্ধে চলতি পাঞ্জাব আন্দোলন প্রসঙ্গে টুইট করেও ডিলিট করে দিলেন বিখ্যাত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। খবর, অভিনেতা কয়েক ঘন্টার মধ্যেই তাঁর টুইট ডিলিট করে দেন। কেন করেছেন তাও জানিয়েছেন অভিনেতা।
চলতি পাঞ্জাবের কৃষক আন্দোলনে কৃষকদের সমর্থনে টুইট করেন ধর্মেন্দ্র। সেই টুইটের স্ক্রিনশট শেয়ার করেন এক ফলোয়ার্স। টুইটে লেখা, “সরকারের কাছে বিনীত অনুরোধ যত তাড়াতাড়া সম্ভব কৃষি ভাইদের সমস্যার সমাধান করুন।”
এই টুইটের স্ক্রিনশট শেয়ার করে ঐ ফলোয়ার্স লেখেন, “পাঞ্জাবি আইকন ধর্মেন্দ্র পাজিও পিছু হটছেন। কিছু তো কারণ আছে। নাহলে সহজে হাল ছেড়ে দেওয়া যায় না।”
আরও পড়ুন: সামনে এলো হলিউড তারকা এলেন পেজের অন্য পরিচয়!
ধর্মেন্দ্র ফলোয়ার্সের ঐ টুইটের জবাবে লেখেন, “আপনাদের কুমন্তব্যের জন্যই দুঃখ পেলাম। বাধ্য হলাম টুইট ডিলিট করতে।”
প্রশ্ন উঠছে অভিনেতা কেন ডিলিট করলেন তাঁর টুইট? অনেক ক্ষেত্রে এও মনে করা হচ্ছে অভিনেতার পুত্র সানি দেওয়াল ও স্ত্রী হেমামালীনি বিজেপি সমর্থনে থাকায় কি অভিনেতা পিছু হটলেন?