দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেত্রী কঙ্গনা রনওয়াতকে নিয়ে তোলপাড় এখন সোশ্যাল মিডিয়া। তবে তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বলিউড অভিনেত্রী জয় ললিতার মৃত্যু দিবস স্মরণ করতে ভোলেন নি। তবে সেই স্মরণ এর ভাব দেখে মনে হচ্ছে ছবির প্রচার করেছেন কঙ্গনা, এটাই এখন নেট দুনিয়ার অনুমান।
আজ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় ললিতার চতুর্থতম মৃত্যু বার্ষিকী। মৃত্যু বার্ষিকীর শ্রদ্ধা জানাতে কঙ্গনা সম্প্রতি তাঁর ছবি ‘থালাইবি- দ্য রিভলিউশনারি লিডার’ এর কয়েকটি ছবি শেয়ার করেন। আসলে এই ছবিতে জয়ললিতারই রাজনৈতিক জীবনকে তুলে ধরা হয়েছে। যেখানে তাঁর চরিত্রে রয়েছেন স্বয়ং কঙ্গনা রনওয়াত।
কঙ্গনা তাঁর ছবির বেশ কিছু মুহুর্তের ছবি শেয়ার করে লেখেন, “জয়া আম্মার মৃত্যু বার্ষিকীতে আমাদের ছবি ‘থালাইবি- দ্য রিভলিউশনারি লিডার’এর কিছু ছবি শেয়ার করলাম। ধন্যবাদ আমাদের টিমকে। বিশেষ করে ছবির পরিচালক বিজয় স্যারকে। বাকি কাজ শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি।”
অভিনেত্রী শ্রদ্ধা জানাতে ছবি শেয়ার করলেও বহুক্ষেত্রে সমালোচনা শুরু হয়েছে। একাধিক মহল মনে করছে অভিনেত্রী আসলে নিজ ছবির প্রচার করছেন এই সুযোগে।
আরও পড়ুন: বরুন ধওয়ান, নীতু কপুর ও রাজ মেহতা করোনা আক্রান্ত, স্থগিত ছবির শ্যুটিং
এর আগে কঙ্গনা, জয় ললিতার চরিত্রে সুযোগ পেয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছিলেন। গতবছরই ছবির প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল। তবে কারণবশত তা আর হয়নি। ছবিতে কঙ্গনার পাশাপাশি, জিশু সেনগুপ্ত, প্রকাশ রাজকেও দেখা যাবে। হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষায় মুক্তি পাবে এই ছবি।