দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আবুধাবিতে জন আব্রাহাম! অন্যদিকে খবর এসেছিল যে দীর্ঘ দুবছর পর কামব্যাক করছেন কিং খান। ‘জিরো’র পর ‘পাঠান’ ছবিতেই আবার দেখা যাবে শাহরুখ খানকে। এবার সেই ছবির শ্যুটিং এর জন্য আবুধাবি যাবে শাহরুখ। তাও ঠিক কিন্তু ‘পাঠান’ ছবির শুটিং এ দেখা গেলো জন আব্রাহাম কে! শাহরুখ কী তবে বাতিল! এই প্রশ্ন উঠতেই জানা গেলো কিং খান আছেন কিং এর আসনেই, বরং তাঁর সঙ্গে থাকছেন জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোনও।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির ফার্স্ট লুক রিলিজের পর থেকেই শাহরুখ-ফ্যানদের উৎসাহ তুঙ্গে। ছবির বড়ো বড়ো অ্যাক্শন সিন শ্যুট করার জন্যই আবুধাবি যাবেন তিন তারকা। খবর, ছবির নির্মাতারা মরুভূমিতেই বেশ কিছু অ্যাক্শন সিকুয়েন্স শ্যুট করবেন। আর সেই দৃশ্যে শাহরুখে প্রতিদ্বন্দী থাকবেন জন আব্রাহাম। খবর, জন আব্রাহাম ভিলেনের চরিত্রে রয়েছেন। ছবি থাকছেন দীপিকাও।
আরও পড়ুন: বরুন ধওয়ান, নীতু কপুর ও রাজ মেহতা করোনা আক্রান্ত, স্থগিত ছবির শ্যুটিং
আবুধাবির পরই আমেরিকায় রওনা দেবে ছবির টিম। খবর আগামী বছর জুলাইয়ের মধ্যেই শেষ করা হবে ছবির কাজ। খবর, ছবির শেষে একটি ক্যামিওতেও দেখা যাবে শাহরুখকেই। তবে সেই লুকস পাঠানের থেকে একেবারে আলাদা হবে। মনে করা হচ্ছে, সাধারণভাবেই দেখানো হবে শাহরুখকে শেষ দৃশ্যের ক্যামিওতে।