দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বাংলা সিনেমা জগতে আবারও ইন্দ্রপতন। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখার্জী। দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।রবিবার সকাল ৯.৩৫ মিনিটে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
সদ্য “ফেলুদা” তথা সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারিয়ে দরিদ্র হয়েছে বাংলা সিনেমাজগত। সেই শোকের মধ্যেই এবার চলে গেল বাঙালির জয় বাবা ফেলুনাথ ফিল্ম খ্যাত “মছলিবাবা”। এই বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকের ছায়া বাংলা সিনেমা জগতে।
এদিন আর্টিস্ট ফোরামের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শোকপ্রকাশ করে তাঁরা জানান “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা ও ফোরামের প্রাণের মানুষ, মনু মুখোপাধ্যায়, আজ প্রয়াত হয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর নশ্বর দেহ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাড়িতে রাখা থাকবে, তারপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।”
আরো পড়ুন:শাহরুখ কী বাতিল তবে! ‘পাঠানে’র শুটিং এ জন আব্রাহাম কী করছেন?
শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “প্রবীণ চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকাহত। ২০১৫ সালের টেলি-সম্মান পুরস্কারে আমরা ওনাকে লাইভটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করেছিলাম। তাঁর পরিবার, সহকর্মী ও গুণমুগ্ধদের আমার সমবেদনা।”
উল্লেখ্য থিয়েটার থেকেই অভিনয় জীবনে হাতেখড়ি হয় মনু মুখার্জীর। সত্যজিৎ রায় হোক বা মৃণাল সেন দুই প্রখ্যাত পরিচালকের ছবিতেই তিনি ছিলেন পরিচিত মুখ। এছাড়া ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য তাঁর আসল নাম সৌরেন্দ্রনাথ মুখার্জী হলেও তিনি ‘মনু’ নামেই বিখ্যাত ছিলেন।