দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সইফ আলি খান ও প্রভাস অভিনীত ছবি ‘আদিপুরুষ’ এ এবার সইফ আলিকে বাদ দেওয়ার দাবি তুলল সোশ্যাল মিডিয়া ইউজার্সরা। ছবতে সইফ থাকছেন রাবনের চরিত্রে। ছবির গল্প নিয়ে একটি মন্তব্য করায় এই দাবি তুলেছে নেটিজেনরা। ছবিতে রাবনের চরিত্র আলাদা দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করা নিয়েই দ্বন্দ্ব শুরু হয়েছে।
ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ আসলে সীতার অপহরণের গল্প শোনায়। রামের চরিত্রে রয়েছেন দক্ষীনি অভিনেতা প্রভাস এবং রাবনের চরিত্রে সইফ আলি খান। কিন্তু ছবির গল্পের দৃষ্টিভঙ্গি পছন্দ হচ্ছে না নেটিজনদের। কারণ এতে প্রভাসের ভাবমূর্তী নষ্ট হবে বলে দাবি। এছাড়াও সইফকে রাবনের মতো চরিত্র মানাবে না বলেও দাবি অনেকের। তাই দাবি সইফকে ছবি থেকে সরিয়ে ফেলা হোক।
বিতর্কের শুরু সইফের একটি ইন্টারভিউ থেকে। তিনি ছবির প্রসঙ্গে বলেন, “একজন রাক্ষস রাজার চরিত্রে অভিনয় করা মজাদার। তবে আমরা এই ছবিতে রাবনকে মানুষ হিসেবেই দেখিয়েছি মনোরঞ্জনের সঙ্গে। ছবিতে সীতা হরণের কারণ ব্যাখ্যা করা হয়েছে এবং রামের সঙ্গে রাবনের যুদ্ধের আসল কারণ অর্থাৎ লক্ষণ, রাবনের বোন সুরপণাখান নাক কেটে দিয়েছিলেন, তাও ব্যাখ্যা করা হয়েছে।”
আরও পড়ুন: জয়ললিতার মৃত্যু বার্ষিকীতে কঙ্গনার শ্রদ্ধা জ্ঞাপন না ছবির প্রচার! প্রশ্ন নেট দুনিয়াতে
এই মন্তব্যে পরই সইফ আলি খানকে ছবি থেকে সরাবার দাবি তোলে নেটিজেনরা। কারণ হচ্ছে, প্রভাসকে রামের চরিত্রে যেভাবে তুলে ধরা হচ্ছে তাতে প্রভাসের ভাবমূর্তী নষ্ট হবে। পাশাপাশি প্রভাসের পাশে সইফ পাল্লা দিতে পারবেন না । এও দাবি করা হচ্ছে।
যদিও সইফ এর আগে ভারি চরিত্রে একাধিক বার অভিনয় করেছেন। কখনও নবদ্বীপ সিংয়ের ‘লাল কাপতান’এ কখনও বা ওম রাউতেরই ‘তানহানি : দ্য আনসাং ওয়ারিয়র’ এ। সেক্ষেত্রে বহুক্ষেত্রে বহু প্রশংসাও পেয়েছেন অভিনেতা। তবে এবারে রাবনের চরিত্রে তাঁকে দেখতে নারাজ দর্শকবৃন্দ।