দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একের পর এক মামলা, একের পর এক টুইট লড়াই। কিন্তু এসব আটকাতে পারছে না অভিনেত্রী কঙ্গনা রনওয়াতকে। ফের টুইটের আক্রমণ শানালেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়,”আমি যদি ডন হোতাম তো ৭২ দেশের পুলিশ আমার পিছনে ঘুরত।”
পাঞ্জাব কৃষক আন্দোলন প্রসঙ্গে শুরু হওয়া টুইট লড়াই ক্রমেই রূপ ধারণ করছে। সেই প্রসঙ্গেই এক ইউজার্স টুইট করেন, “সব ভন্ডগুলোর একত্র হয়ে কঙ্গনার বিরুদ্ধে যাচ্ছে কেন? হঠাৎ করে কৃষকদের প্রতি ভালোবাসা জন্মাল কি করে?”
সেই টুইটের জবাবেই কঙ্গনা লেখেন, “আমিই দেশের সবথেকে বেশি আকর্ষণ এখন। আমাকে টার্গেট করুন আর মিডিয়ার প্রিয় হয়ে উঠুন, ছবিতে সুযোগ পান আর ফিল্মফেয়ারে পুরস্কার জিতুন। শিবসেনার টিকিটও পাবেন। আমি যদি ডন হোতাম তো ৭২ দেশের পুলিশ আমার পিছনে ঘুরত।”
অভিনেত্রীর সঙ্গে মহারাষ্ট্র শিবসেনা সরকারের বিবাদ বহুদিনের। সম্প্রতি উর্মিলা মাতোন্ডকারের সঙ্গেও বিবাদ চলেছিল কঙ্গনার। উর্মিলা সম্প্রতি শিবসেনায় যুক্ত হন। মনে করা হচ্ছে, টুইটের বার্তায় কোথাও না কোথাও উর্মিলাকেও দুষেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: এবার ‘মছলিবাবা’র অন্তর্ধান, শোকের আবহ টালিগঞ্জে
কাউকেই বাদ দিচ্ছেন না কঙ্গনা। নিজের বক্তব্য নির্দ্বিধায় পেশ করছে কখনও টুইটে কখনও বা ইন্টারভিউয়ে। বহু মহলের দাবি, কঙ্গনা বিজেপির সমর্থনে কাজ করছেন। হয়তো অভিনেত্রী বিজেপিতে যুক্ত হতে চাইছেন। এমনটাই দাবি করা হচ্ছে।