25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    ‘রাবণ’ বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন সইফ আলি খান, ফিরিয়ে নিলেন নিজের বক্তব্য

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিতর্কের চাপে নাকি ছবির প্রচার রক্ষা করতে সইফের এই পদক্ষেপ? ওম রাউতের ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক শুরু হতে না হতেই ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা। সইফ নিজের “বক্তব্য ফেরত নিচ্ছি” বলে জানালেন নেটিজেনদের।

    ‘আদিপুরুষ’ ছবি প্রসঙ্গে একটি ইন্টারভিউয়ে সইফ ছবির কাহিনী নিয়ে কিছু বক্তব্য রাখেন। অভিনেতা জানান, ছবিতে রাবণের চরিত্র করছেন তিনি। ছবিতে রাবণের সীতা হরণের কাহিনীকে ন্যায্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বক্তব্য ভালো ঠেকেনি নেটিজেনদের। ছবিতে রামের চরিত্রে থাকা প্রভাসের ভাবমূর্তি নষ্টের প্রসঙ্গ ওঠে। পাশাপাশি হিন্দু ধর্মকে অতিরঞ্জিত করার অভিযোগও ওঠে। সেই বিতর্ক প্রফঙ্গেই ক্ষমা চাইলেন অভিনেতা।

    আরও পড়ুন: “আমি যদি ডন হোতাম তো ৭২ দেশের পুলিশ আমার পিছনে ঘুরত”,ফের টুইট আক্রমণ কঙ্গনার

    সম্প্রতি সইফ বলেন, “আমি জানতে পারলাম আমার মন্তব্য অনেকের ভাবনাকে আঘাত করেছে এবং সে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমার উদ্দেশ্য আসলে সেটা ছিল না। আমি এর জন্য দুঃখিত। আমি আমার বক্তব্য ফেরত নিচ্ছি। ভগবান রাম আমার কাছে সবসময়ই ন্যায়পরায়না ও বীরত্বের প্রতীক। আদিপুরুষ মঙ্গলের জয়কে তুলে ধরবে। আমাদের টিম কোনও অতিরঞ্জন ছাড়াই ছবি তৈরির কাজ করছে।”

    এক বিবৃতিতে সাইফ আলী খান বলেন, ‘সম্প্রতি এক সাক্ষাৎকারে আমার বক্তব্য বিতর্ক সৃষ্টি এবং মানুষের অনুভূতিতে আঘাত করেছে। কিন্তু এটি আমার উদ্দেশ্য ছিল না। আমার বক্তব্যের জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। দেবতা রামকে আমি সবসময়ই ন্যায়পরায়ণতা ও বীরত্বের প্রতীক মনে করি। আদিপুরুষ সিনেমায় মন্দের বিরুদ্ধে ভালোর বিজয় দেখানো হবে এবং সিনেমার টিম কোনো বিকৃতি ছাড়াই পুরো বিষয়টি তুলে করার চেষ্টা করছেন।’

    বিজেপি সাংসদ রাম কদম টুইটারে লিখেছেন, ‘তার পরবর্তী সিনেমা আদিপুরুষ নিয়ে অভিনেতা সাইফ আলী খান অত্যন্ত দুঃখজনক মন্তব্য করেছেন। এতে তিনি রাবণ চরিত্রে অভিনয় করছেন এবং বলেছেন, মা সীতাকে অপহরণের বিষয়টি ন্যায়সঙ্গতভাবে তুলে ধরা হবে। রাবণের মানবিক দিক তুলে ধরা এবং রামের সঙ্গে তার যুদ্ধের বিষয়টি ন্যায্য ছিল তা প্রমাণ করা হবে। তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র সিনেমার পরিচালক ওম রাউত হিন্দু ও মারাঠিদের শ্রেষ্ঠত্ব তুলে ধরে বিশ্বে খ্যাতি পেয়েছেন। তিনি যদি আদিপুরুষ সিনেমায় মা সীতাকে অপহরণের বিষয়টির জন্য রাবণকে মানিবকভাবে তুলে ধরার চেষ্টা করেন তা মেনে নেওয়া হবে না। আশা করব শুভ বুদ্ধির উদয় হবে।’

    সইফের বক্তব্যের পর বিতর্ক শুরু হয়। তারপরই সইফকে ছবি থেকে বাদ দেওয়ার দাবিও ওঠে। তবে অভিনেতার ক্ষমা চাওয়া অনেক মহল গ্রহণযোগ্য মনে করলেও বহুক্ষেত্রে একই সুর বাজছে, অভিনেতা প্রভাসকে পাল্লা দিতে পারবেন না। ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’। তিন ভাগে তৈরি হবে সিনেমাটি। এতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। অন্যদিকে, সীতা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে অভিনেত্রী কৃতি স্যাননকে এই চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। 

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...