দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো:এবার করোনায় প্রাণ হারালেন “ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায়” খ্যাত অভিনেত্রী দিব্যা ভাটনগর(৩৪)। করোনা আক্রান্ত হওয়ার পর গোরেগাঁওয়ের এক হাসপাতালে দিব্যা ভর্তি ছিলেন। অবস্থা ক্রমশ সংকটজনক হতে থাকায় একসময় তাঁর অক্সিজেন লেভেলও নেমে ৭১ হয়ে যায়। এরপর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু তাতে শেষ রক্ষা হল না,চিকিৎসকদের সমস্ত চেষ্টা কে ব্যর্থ করে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিব্যা।
বান্ধবীর অকাল প্রয়াণে মর্মাহত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য এবং শিল্পা শিরোদকর। একটি আবেগ ঘন পোস্টে শোকপ্রকাশ করে দেবলীনা লিখেছেন ” যখন কেউ সঙ্গে থাকত না, তুই থাকতিস। তুই আমার খুব আপন ছিলিস দিব্যা, তোকে আমি বকতে পারতাম, ঝগড়া করতাম, মনের কথা বলতাম। আমি জানি জীবনটা সহজ ছিল না তোর জন্য…..আজ হয়ত তুই ভালো কোনও জায়গায় আছিস, সব দুঃখ,যন্ত্রণা, খারাপলাগা, মিথ্যা- সব কিছু থেকে অনেক দূরে। তোকে আমি খুব মিস করব দিব্য, তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি… খুব তাড়াতাড়ি চলে গেলি বন্ধু। “অপরদিকে শিল্পা শিরোদকর লিখেছেন “আমি খুব খুব খুবই মর্মাহত। রিপ আমার প্রিয় দিব্যা।”
আরো পড়ুন:প্রভাসের ভাবমূর্তি রক্ষায় সইফকে ছবি থেকে সরাবার দাবি নেটিজেনদের
এসবের মধ্যেই প্রয়াত অভিনেত্রীর মা কাঠগড়ায় তুলেছেন তাঁর স্বামী গগণের বিরুদ্ধে। তাঁর মায়ের অভিযোগ “গগণ প্রতারক। মেয়ের দেখভাল না করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সে। ” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ইন্সটাগ্রামের একটি ভিডিওতে পেশায় ট্যালেন্ট ম্যানেজার গগণ দাবি করেছে, বিয়ের পর থেকে দিব্যার পরিবার কোনওদিনই তাঁদের সম্পর্ককে মান্যতা দেয়নি।