দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার টুইটারে বার্তা লড়াই অভিনেতা আর পরিচালকের। পরিচালক অনুরাগ কাশ্যপ আর অভিনেতা অনিল কপুরের এই লড়াই পর্বে অবাক হয়েছেন নেটিজেনেরা। সাথে বেশ মজাও পাচ্ছেন। কারণ আদতে সে লড়াই তো লড়াই নয়! ছবির প্রচারের নতুন কৌশল! জানলে আপনিও অবাক হবেন!
‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজের এমি পুরস্কারের অভিনন্দন প্রসঙ্গে অনিল ও অনুরাগের এই বার্তা লড়াই শুরু হয়। অভিনেত্রী শেফালী শাহকে অনিল কপুর টুইটে অভিনন্দন জানিয়ে লেখেন, “এটা খুব গর্বের বিষয় যে আমারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা পাচ্ছি। হলিউডে স্বাগত ‘দিল্লি ক্রাইম’ টিম।” এই টুইটের পরই নেটিজেনরা দেখতে পান একটা গন্ডগোল বেঁধেছে। অনুরাগ কাশ্যপ টুইট যুদ্ধে আসিন হন।
অনুরাগ, অনিলকে জবাব দেন “আপনার অস্কার কোথায়? ও ভুল বললাম, অস্কারের জন্য নির্বাচন হয়েছিলেন তো!” এর জবাবে অনিল লেখেন, “তুমি তো অস্কার সেই সময়ই কাছ থেকে দেখেছিলে যখন দেখছিলে অস্কার হচ্ছে টিভিতে।” এরপর অনুরাগের ফের জবাব, “দ্বিতীয় বিকল্প ছিল তো ‘স্লাম ডগ মিলিয়নিয়ার।'” অনিল থামেন নি। তিনিও জবাব দেন, “কাজ পাওয়ার জন্য অন্তত তোমার মতো চুল ছিঁড়তে হয় না।”
এরপরই অনুরাগের আক্রমণ, “চুলের কথা তুমি বলো না। তোমার চুলের জন্যই ছবি পাও।” অনিলের তরফ থেকে উত্তর আসে, “আমার কেরিয়ার নিয়ে বলো না। এমনি এমনিই কি চল্লিশ বছরের এই গাড়ি (কেরিয়ার) চালাচ্ছি।” তারপরেই কটাক্ষ অনুরাগের, “সব চল্লিশ বছর পুরোনো গাড়ি ‘ভিনটেজ’ হয় না, কিছু বিকলও হয়।”
আরও পড়ুন: ‘রাবণ’ বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন সইফ আলি খান, ফিরিয়ে নিলেন নিজের বক্তব্য
এই বার্তা লড়াই দেখতে টুইটারে ভিড় করে নেটিজেনরা। তবে আদতে এ লড়াই ছিল অনিল ও অনুরাগের আসন্ন ওয়েব সিরিজের প্রচার। হ্যাঁ এইভাবে বিক্রমাদিত্য পরিচালিত ওয়েব সিরিজ ‘একে ভার্সেস একে’র প্রচার করলেন দুই তারকা।
খবর, ‘একে ভার্সেস একে’তে অনিল কপুর ও অনুরাগ কাশ্যপকে দেখা যাবে। যেখানে অনিল অভিনেতার চরিত্রে আর অনুরাগ পরিচালকের চরিত্রেই থাকছেন। কমেডি- ড্রামা এই ওয়েব সিরিজে এই দুই তারকার মধ্যে হাস্যরসাত্মক বিবাদও থাকছে। তাই দুই তারকা মিথ্যে টুইট যুদ্ধের মাধ্যমে সিরিজের প্রচার করলেন। খবর, আগামীকাল এই সিরিজের সাংবাদিক সম্মেলন হবে।