দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন পাঞ্জাবের ভূমিপুত্র তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। শনিবারই দিল্লির কাছে সিঙ্ঘু সীমান্তে সশরীরে কৃষক বিক্ষোভে উপস্থিত হন তিনি।এরপর বিক্ষোভরত কৃষকদের শীতবস্ত্র অর্থাৎ সোয়েটার ও কম্বল কিনে দেওয়ার বন্দোবস্ত করতে ১ কোটি টাকা দান করেন দিলজিৎ।যদিও একথা কাউকে জানতে দেননি তিনি।
তবে পঞ্জাবি গায়ক সিংগা নিজের ইনস্টাগ্রাম পোস্টে দিলজিৎ এর এই পদক্ষেপের কথা জানিয়ে লিখেছেন “ধন্যবাদ দাদা, তুমি কৃষকদের ও তাঁদের গরম পোশাকের জন্য এক কোটি টাকা দান করেছো। আর কেউ সেটা জানে না। তুমি এটা পোস্টও করোনি। আজকাল ১০ টাকা দান করেও মানুষ চুপ থাকে না।”
আরো পড়ুন:ফের আক্রমণ কঙ্গনার, দিলজিৎ দোসাঞ্জকে ‘কর্ণ জোহারে পোষ্য’ বলে কটাক্ষ অভিনেত্রীর
শনিবার দিল্লি সীমান্তে গিয়ে কৃষকদের সমর্থনে দিলজিৎ বলেন “কৃষকরা, আপনাদের কুর্নিশ। আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন। এই ইতিহাস ভবিষ্যত্ প্রজন্মের কাছে গল্প করা হবে। কৃষকদের সমস্যাগুলি আর কেউ এড়িয়ে যেতে পারবেন না।”

