দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে টুইট আক্রমণ করলেন অভিনেত্রী কঙ্গনা রনওয়া। ‘মুম্বই মিরর’ সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে কঙ্গনা লেখেন, “মুম্বই মিরর সেই সমস্ত সংবাদ মাধ্যমগুলির মধ্যে একটা যে সুশান্তের বিরুদ্ধে অশ্লীল এবং অপ্রিয় সংবাদ প্রকাশ করছিল।”
বলিউডের একাধিক তারকা তথা গোটা বলিউডকে আক্রমণাত্মক মন্তব্যের পর্ব চালিয়ে গিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই। ১৪ ই জুন অভিনেতার মৃত্যুর পর থেকেই স্পটলাইটে আসতে শুরু করেন কঙ্গনা। বহু সংবাদ মাধ্যম টিআরপির জন্য সুশান্ত কিংবা কঙ্গনাকে নিয়ে ভুয়ো সংবাদও ছড়ায়। সম্প্রতি ‘মুম্বই মিরর’ বন্ধ হয়ে যাওয়ায় কটাক্ষ করতে ভোলেন নি অভিনেত্রী।
আরও পড়ুন: “আমি যদি ডন হোতাম তো ৭২ দেশের পুলিশ আমার পিছনে ঘুরত”,ফের টুইট আক্রমণ কঙ্গনার
অভিনেত্রী লেখেন, “মুম্বই মিরর সেই সমস্ত সংবাদ মাধ্যমগুলির মধ্যে একটা যে সুশান্তের বিরুদ্ধে অশ্লীল এবং অপ্রিয় সংবাদ প্রকাশ করছিল। সুশান্ত, ‘বলিউড মাফিয়া’র দ্বারা প্রকাশিত এই সমস্ত ভুয়ো খবরগুলিকে নিয়ে অবসাদগ্রস্থ থাকতো। এবার বন্ধ হয়ে গেল ঐ সংবাদপত্র।”
অভিনেত্রীর টুইটকে বহু ইউজার্স সমর্থন করলেও একাধিক মহলের মতে, অভিনেত্রী নেহাতই জনপ্রিয়তা অর্জন করতে চাইছেন। এছাড়া রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকেও তুলে ধরা হয়েছে বহুক্ষেত্রে। ভুয়ো খবর প্রসঙ্গে সুশান্তের মৃত্যুর পর এ বিষয়ে খতিয়েও দেখা হয় পুলিশের তরফ থেকে। ব্লাইন্ড আর্টিকেল প্রকাশকারী সংবাদমাধ্যমগুলি থেকে জানার চেষ্টা করা হয়, আদতে ঐ সমস্ত খবরের মূল সোর্স কে? যদিও এবিষয়ে সেভাবে কোনো বিষয় উঠে আসে নি। তবে একাধিক টেলিভিশন চ্যানেলকে জড়িমানা দেওয়ার পাশাপাশি ক্ষমা চাইতে হয় দর্শকদের কাছে, সুশান্তের বিষয়ে ভুয়ো খবর প্রকাশের জন্য।