দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পাঞ্জাব কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন এবার প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক স্তরের এই অভিনেত্রী দিলজিৎ দোসাঞ্জের টুইটের জবাবে পোস্ট করলেন, “আমাদের কৃষকরা ভারতের খাদ্য সৈন্য”।
এখনও পর্যন্ত কৃষক আন্দোলনে একাধিক তারকা মন্তব্য করেছেন। কেউ কৃষকদের সমর্থনে তো কেউ সরকারের সমর্থন। আবার কেউ নিরপেক্ষ মতামতও রেখেছেন। তবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কৃষকদের পাশে আছেন বলেই জানিয়ে দিলেন টুইটের মাধ্যমে।
দিলজিৎ দোসাঞ্জের একটি টুইটের প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা লেখেন, “আমাদের কৃষকরা ভারতের খাদ্য সৈন্য। তাঁদের চোখের জল প্রশমন করতে হবে, তাঁদের আশাকে পরিপূর্ণতা দিতে হবে। একটা সমৃদ্ধশীল গণতন্ত্র হওয়ায় আমাদের নিশ্চিত হতে হবে যে তাঁদের সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হবে।”
অভিনেত্রীর মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার গুণগান শুরু হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে সরকার বিরোধীতার অভিযোগও তুলেছে অনেকে।
দিলজিৎ দোসাঞ্জ ও কঙ্গনা রনওয়াতের চলতি টুইট যুদ্ধের মাঝেই প্রিয়াঙ্কা দিলজিতের টুইটের সমর্থন করে কৃষকদের পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কা ছাড়া সোনম কপুর, ঋতেশ দেশমুখ প্রমূখ তারকা কৃষকদের সমর্থনে মন্তব্য করেন।
আরও পড়ুন: শোকবার্তা! “ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায়” খ্যাত অভিনেত্রী দিব্যা ভাটনগর প্রয়াত!