দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কৃষক আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করায় অভিনেত্রী কঙ্গনা রনওয়াতের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির অধিকর্তা তথা অকালি দলের নেতা মঞ্জিন্দার সিং শির্ষা অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বিরুদ্ধে।
পাঞ্জাব কৃষক আন্দোলন প্রসঙ্গে কঙ্গনা মহিন্দার কউর নামের এক আন্দোলনকারী বৃদ্ধাকে কটুক্তি করা থেকেই শুরু হয় দ্বন্দ্ব। পরে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও বিবাদ বাঁধে অভিনেত্রীর। বৃদ্ধাকে কটুক্তির প্রসঙ্গে অভিনেত্রীকে আইনী নোটিস পাঠানো হয় ক্ষমা চাওয়ার জন্য। তবে কঙ্গনা সে বিষয় এড়িয়ে যান। এবার সে প্রসঙ্গেই অভিযোগ দায়ের করলেন মঞ্জিন্দর শির্ষা।
শির্ষা তাঁর টুইটে বলেন, “কঙ্গনা রনওয়াত আমাদের শান্তিতে আন্দোলনকারী পরিশ্রমী কৃষকদের বিরুদ্ধে কুমন্তব্য করেছেন। তিনি কৃষকদের ‘খালিস্তানি’ আখ্যা দিয়ে দেশদ্রোহী বলতে চেয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।”
টুইটের সঙ্গে চার পাতার অভিযোগের ছবিও শেয়ার করেন অকালি দলের এই নেতা।
যদিও কঙ্গনার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রথমে আইনী নোটিসের ক্ষেত্রে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি তাঁর মন্তব্যকে নিয়ে খতিয়ে দেখছেন।
অভিনেত্রীর সঙ্গে মহারাষ্ট্র সরকারেরও সংঘর্ষ বাঁধে। পরে তিনি একটি টুইটে মন্তব্য করেন, “মহারাষ্ট্র সরকার প্রতি ঘন্টায় একটা করে মামলা করছে। এবার পাঞ্জাব সরকারও লেগে পড়েছে। মনে হয় আমাকে মহান বানিয়েই ছাড়বেন।”
আরও পড়ুন: কৃষকদের আন্দোলনের সমর্থনে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনার প্রসঙ্গা শুরু হয়। সমর্থনে আসে গোটা দেশ। তবে পরে ধীরে ধীরে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উঠে এলে অভিনেত্রীর সমর্থকদের সংখ্যা কমতে থাকে।