দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সইফ আলি খানের ক্ষমা চাওয়ার পরও শান্ত হচ্ছে না রামায়ণ প্রেমীরা। প্রাচীন যুগ থেকে শুনে আসা রাবণের সীতা হরণ কাহিনীকে কোনোভাবেই যুক্তিগ্রাহ্য মানতে পারছে না কেউ। এবার সেই বিতর্কেই মামলা করা হল অভিনেতার বিরুদ্ধে। বিশ্ব হিন্দু সভার অধ্যক্ষ রাজেশ তোমার মামলা করলেন অভিনেতার বিরুদ্ধে।
ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে রামায়ণের কাহিনী দেখানো হবে। লঙ্কেশ অর্থাৎ রাবণের চরিত্রে থাকবেন সইফ। সেই ছবি নিয়ে একটি সাক্ষাৎকারে সইফ বলেন, আদিপুরুষে দৈত্য রাজা রাবণের সংস্করণ “মানবিক” হবে। “একজন দৈত্য রাজার চরিত্রে অভিনয় করা কৌতূহলজনক, এতে কম কঠোরতা আছে। কিন্তু আমরা তাকে মানবিক করে তুলতে চাই, বিনোদনের উদ্ধৃতি দিয়ে, সীতাকে অপহরণ এবং রামের সাথে যুদ্ধের প্রতিশোধ হিসেবে লক্ষ্মণ তার বোন সুরপানাখার সাথে যা করেছে তার প্রতিশোধ হিসেবে, যিনি তার নাক কেটে ফেলেছেন,” তিনি সাক্ষাৎকারে বলেছিলেন। এই মন্তব্যের পর থেকেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে অভিনেতা হিন্দু ধর্মের মানুষদের বিশ্বাসকে আঘাত করেছেন। যদিও পরে সইফ ক্ষমাও চান টুইটের মাধ্যমে।
আরও পড়ুন: ‘রাবণ’ বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন সইফ আলি খান, ফিরিয়ে নিলেন নিজের বক্তব্য
তবে সম্প্রতি এই বিষয়ে মামলা দায়ের করেন রাজেশ তোমার। তাঁর মতে, “সইফ ইচ্ছা করে এই বক্তব্য রেখেছেন যাতে সমাজে ধার্মিক বিভেদ শুরু হয়। তাঁর বক্তব্যে একাধিক হিন্দু ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত লেগেছে।”
খবর, রাজেশ তোমার দিল্লিতে মামলা দায়ের করেন। যদিও সইফের কোনো প্রতিক্থিয়া পাওয়া যায় নি এখনও পর্যন্ত। আগামী বছর ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কথা আছে। রামের চরিত্রে থাকছে প্রভাস এবং সীতার চরিত্রে কৃতি স্যাননের নাম শোনা যাচ্ছে।