দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেতা সুশান্ত সিং রাজপুত মামলায় আরও এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। খবর, রেজেল মহাকাল নামের ঐ পাচারকারী শৌভিক ও রিয়া চক্রবর্তীকে মাদক পাচার করত। শীঘ্রই আদালতে তোলা হবে অভিযুক্তকে।
সুশান্ত মামলায় এনসিবি তদন্তে নামার পর থেকেই একে একে মাদক লেনদেন যুক্তদের পাকড়াও করা হয়। প্রথমেই রিয়া ও শৌভিকের জেল হয়। যদিও পরে জামিনে উভয়েই ছাড়া পেয়ে যায়। একাধিক মাদক পাচারকারীকেও ধরে তদন্তকারী দল। এবার ফের এনসিবির হাতে পড়ল আরও এক মাদক পাচারকারী।
এক আধিকারিক জানান, “ঐ পাচারকারী শৌভিক এবং রিয়াকে মাদক যোগান দিত। এছাড়া অনুজ কেশওয়ানিকেও মাদক যোগান দিত ঐ পাচারকারী।”
আরও পড়ুন: এবার ‘রাবণ’ বিতর্কে সইফের বিরুদ্ধে মামলা দায়ের দিল্লিতে
খবর, আজই আদালতে তোলা হবে রেজেল মহাকালকে। জেল হতে পারে তারও। সম্প্রতি লোখন্ডওয়ালাতেও হানা দেয় এনসিবি। মেলে মালানা ক্রিম আর মাদক।
সম্প্রতি কৌতুক শিল্পী ভারতী সিং ও স্বামী হর্ষ লিম্বচীয়াকেও গ্রেপ্তার করা হয় মাদক মামলায়। যদিও জামিন পেয়ে তায় ঐ দম্পত্তি। তবে ফের তাঁদেরকে নোটিস পাঠানো হতে পারে বলে খবর।