দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেতা সুশান্ত সিং রাজপুত মামলার মাদক কান্ডে জড়িত রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর উপর থেকে সমস্ত অভিযোগ খারিজ করল স্পেশাল এনডিপিএস (নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যানসেস) কোর্ট।
মাদক কান্ডে মাদক সেবন ও মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়া ও শৌভিককে। রিয়া কয়েকদিন পরই জামিনে ছাড়া পেয়ে যায়।তবে শৌভিককে জেলে থাকতে হয় দীর্ঘ দুই মাস। তারপরে শৌভিকও ছাড়া পায়। সম্প্রতি শৌভিকের উপর আরোপিত কোনো অভিযোগই প্রমাণ হয় নি বলে জানিয়েছে এনডিপিএস স্পেশল কোর্ট।
আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত মামলায় ফের গ্রেপ্তার এক মাদক পাচারকারী
এনডিপিএস আইন ২৭(এ) অনুসারে মাদক সেবন ও পাচারের অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের জেল হতে পারে অভিযুক্তের। তবে শৌভিকের ক্ষেত্রে শুধুমাত্র মৌখিক বয়ানের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। এর আগে সুপ্রিম কোর্টও জানিয়েছিল, শুধুমাত্র মৌখিক বয়ান নয় পাশাপাশি যথাযথ প্রমাণও চাই অভিযুক্তের শাস্তির জন্য। তাই শৌভিকের বিরুদ্ধে মৌখিক বয়ানকে গ্রাহ্যতা দেয় নি এনডিপিএস কোর্ট। খারিজ করা হয় সমস্ত অভিযোগ। মঞ্জুর করা হয় জামিন।
সম্প্রতি মাদক চক্রে ফের ধরা পড়ে আরও এক মাদক পাচারকারী। তার বয়ান অনুযায়ী সে শৌভিক ও রিয়াকে মাদক যোগান দিত। শৌভিক ও রিয়াকে ফের আদালতে তোলা হবে কি না সে নিয়ে জল্পনা চলছে। আপাতত উভয়েই ছাড়া পেয়ে গিয়েছে।