দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার বিতর্কে জড়ালেন অভিনেতা অনিল কাপুর । ‘একে ভার্সেস একে’ সিরিজে, বায়ু সেনার উর্দি পরিহিত একটি দৃশ্যে অভিনেতা আপত্তিকর সংলাপ নিয়ে ক্ষিপ্ত হল ভারতীয় বায়ু সেনা। দাবি, ঐ দৃশ্য বাদ দেওয়া হোক।
সম্প্রতি ‘একে ভার্সেস একে’ সিরিজের প্রচারের জন্য মিথ্যে টুইট যুদ্ধকে কৌশল বানান অনিল কাপুর এবং অনুরাগ কশ্যপ। বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত এই ওয়েব সিরিজের একটি দৃশ্য শেয়ার করেন অভিনেতা। যেখানে অনিল বায়ু সেনার উর্দি পড়ে অনুরাগের সঙ্গে ঝগড়া করছেন। সেই দৃশ্যেই আপত্তিকর ভাষার সংলাপ বলেন অভিনেতা। এই প্রসঙ্গেই আপত্তি ভারতীয় বায়ুসেনার।
ভারতীয় বায়ু সেনার তরফ থেকে টুইট করা হয়, “এই দৃশ্য বায়ু সেনার মর্যাদাহানি করছে। এই দৃশ্য মেনে নেওয়া হবে না। সিরিজ থেকে সরানো হোক দৃশ্যটি।” বায়ু সেনার টুইটের পরেই একটি ভিডিওর মাধ্যমে ক্ষমাও চেয়েছেন অনিল। তিনি জানান, “আমি বুঝতে পেরেছি দৃশ্যটি আপত্তিকর। আমরা কারোর মর্যাদা নষ্ট করতে চাই না। শীঘ্রই বিষয়টার সমাধান করা হবে।
আরও পড়ুন:শৌভিকে বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ এনডিপিএস কোর্টের! তাহলে কী উদ্দেশ্য প্রণোদিতভাবেই হেনস্থা!
এর আগে কর্ণ জোহারের ছবি ‘গুঞ্জন সাক্সেনা’র একটি দৃশ্য নিয়েও আপত্তি করেছিল ভারতীয় বায়ু সেনা। যার পরে সেই দৃশ্য বাদ দেওয়া হয়েছিল।ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পাবে অনিল কপুরের ঐ সিরিজ।