দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ফের বলি পাড়ায় করোনা হানা। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি টুইট করে নিজেই জানালেন যে তিনি করোনা পজিটিভ। আপাতত শ্যুটিং থেকে অবসর অভিনেত্রীর।
বলিউডের একাধিক তারকা এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হন। সেই সারি ধরেই এবার কৃতি স্যাননও করোনা পজিটিভ। তিনি টুইট করেন, “সবাইকে জানাচ্ছি যে আমি করোনা পজিটিভ। কোনো চিন্তার কারণ নেই কারণ আমি সুস্থই আছি। চিকিৎসকের নির্দেশ মতো সাবধানতা মেনে চলছি। আপনারাও সাবধানে থাকুন। এখনও এই মারণরোগ শেষ হয় নি। সুস্থ হয়েই ছবির কাজে যুক্ত হচ্ছি। আমি আপাতত আপনাদের শুভ কামনা পড়তে ব্যস্ত আছি। এটা বেশ কাজও করছে।”
আপাতত কোয়ারেন্টিনে আছেন অভিনেত্রী। রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ছবির শ্যুটিং চলছিল। ছবির শ্যুটিংয়ে আপাতত যাচ্ছেন না অভিনেত্রী।
সম্প্রতি ‘যুগ যুগ জিয়ো’ ছবির বরুন ধওয়ান ও নীতু কপুরও করোনা আক্রান্ত হন। আপাতত সে ছবির কাজও বন্ধ। তাঁরাও এখন কোয়ারেন্টিনে।
আরও পড়ুন: অনিল কাপুরের সিরিজের দৃশ্যে আপত্তি জানালো ভারতীয় বায়ু সেনা