দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ভারত তথা বিশ্বের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানী ঠাকুরদা হলেন। আজ বৃহস্পতিবার, আম্বানী পরিবারের পরিবারের নতুন সদস্য আসার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আম্বানী পরিবারের ইনিই প্রথম ক্ষুদে সদস্য।




খবর, আজ বৃহস্পতিবার মুকেশ ও নীতা আম্বানীর জ্যেষ্ঠ পুত্র আকাশ ও তাঁর স্ত্রী শ্লোকা আম্বানীর পুত্র সন্তান হয়। মুম্বইয়েই রয়েছেন তাঁরা। আম্বানী পরিবারের তরফ থেকে জানানো হয়, “ভগবানের কৃপায় মুকেশ ও নীতা আম্বানী ঠাকুরদা আর ঠাকুমা হলেন। আকাশ ও শ্লোকা আম্বানীর পুত্র সন্তান হয়েছে। সবাইকে আনন্দের সঙ্গে এই সুখবর জানানো হচ্ছে। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে।”
আরও পড়ুন: করোনা আক্রান্ত কৃতি স্যানন, চলতি ছবির কাজ থেকে অবসর
খবর, ‘ডান্ডিয়া’ অনুষ্ঠানের মাধ্যমে এই আনন্দের মুহুর্ত উদযাপন করা হয়। গুগল সিইও সুন্দর পিচাই থেকে শুরু করে মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেল্লা, প্রাক্তন ব্রিটিশ প্রেসিডেন্ড টনি ব্লেয়ার সহ বলিউডের শাহরুখ খান, কর্ণ জোহার প্রমূখ নামজাদা ব্যক্তিত্ব আম্বানী পরিবারকে শুভেচ্ছা জানিয়েছে।
গতবছর মার্চে বিবাহ বন্ধনে বাঁধেন আকাশ ও শ্লোকা। খবর, ছোটোবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা। পরে তারা বিবাহ করেন। সম্প্রতি আম্বানী পরিবারের নতুন সদস্য আসায় সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ভিড় লেগেছে।