দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেতা রাহুল রায়ের গত মাসেই ব্রেন স্ট্রোক হয়। জানা যায় সম্প্রতি তিনি সুস্থই আছেন। তবে এই প্রসঙ্গে অভিনেতার ভগ্নীপতির দাবি, অসাবধানতার জন্যই অভিনেতা অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রমাণও আছে এই বিষয়ে। তিনি এও জানান যে রাহুল এখনও হাসপাতালেই রয়েছেন। বাড়ি ফেরেন নি।
গত মাসের শেষের দিকে রাহুলের ব্রেন স্ট্রোক হলে তাঁকে শ্রীনগরে নিয়ে আসা হয় তারপর মুম্বই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহর মধ্যেই অভিনেতার সুস্থতার খবর দেন তাঁর বোন একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওতে রাহুলকেও দেখা যায়। পরে খবর আসে অভিনেতা নাকি শ্রীনগরে শীতের ছুটি কাটানোর জন্য থাকছিলেন। তবে আদৌ তা নয় জানালেন অভিনেতার ভগ্নীপতি।
তিনি জানান, “শ্যুটিংয়ে অসাবধানতার জন্যই রাহুল অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়ে তাঁর বোনের কাছে একাধিক প্রমাণ আছে। রাহুল সুস্থ হলেই সে সব প্রমাণ ফাঁস করা হবে।”
আরও পড়ুন:আম্বানী পরিবারে সুখবর! এলো নতুন সদস্য, ঠাকুরদা হলেন মুকেশ আম্বানী
রাহুলের হাসপাতাল ফেরতের খবর ভুয়ো বলে জানান তিনি। বলেন, “রাহুলকে ছুটি দেয় নি। আমরা অন্য হাসপাতালে বদলি করেছি ওঁকে। “সূত্রের খবর, রাহুলের ব্রেন স্ট্রোক প্রসঙ্গে একটি ছবিও হতে চলেছে। যেখানে রাহুল একজন ‘স্ট্রোক’ আক্রান্তের চরিত্রে থাকবেন। আপাতত তিনি ‘কার্গিল’ ছবির শ্যুটিং করছেন। শ্যুটিং এর মাঝেই অসুস্থ হন অভিনেতা।