দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডের দুই বর্ষীয়ান অভিনেতা তথা প্রয়াত রাজ কাপুর ও বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের পৈত্রিক বাড়িকে বিক্রি করার সিদ্ধান্ত নিল পাকিস্তান খাইবার পাখতুনখোয়া রাজ্য সরকার। ২০১৪ সালেই নওয়াজ শরীফ সরকারের আমলে দুই বাড়িকেই ‘ন্যাশনাল হেরিটেজ’ এর তালিকাভুক্ত করা হলেও সম্প্রতি এই দুই বাড়ি বিক্রির দাম ধার্য করেছে খাইবার পাখতুনখোয়া রাজ্য সরকার।
পেশোয়ার কিস্সা খোয়ানি বাজারে নির্মিত রাজ কপুরের জন্মভিটে তথা ‘রাজ হাভেলি’। তার কিছু দূরেই বছর পুরানো দিলীপ কুমারের পৈত্রিক বাড়ি। খবর, এই দুই বাড়িকে বিক্রি করা হবে। ‘রাজ হাভেলি’র দাম ধার্য করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে দিলীপ কুমারের বাড়িটির দাম হবে ৮০ লাখ ৫৬ হাজার টাকা। পেশোয়ার ডেপুটি কমিশনার মহম্মদ আলি আজগার এই মূল্য নির্ধারণ করেন বলে খবর।


আরও পড়ুন:শ্যুটিংয়ে অসাবধানতার কারণেই রাহুলের ব্রেন স্ট্রোক হয়,” দাবি অভিনেতার ভগ্নিপতির
দুই পৈত্রিক বাড়িকে প্রথমেই ‘ন্যাশনাল হেরিটেজ’ এর তালিকাভুক্ত করে মিউজিয়াম হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে বাড়ি দুটি ভেঙে ফেলার হুমকি আসে। বেআইনীভাবে শপিং মল নির্মানের জল্পনাও চলে। তাই শেষ পর্যন্ত বিক্রি করা হচ্ছে এই দুই পৈত্রিক বাড়ি।
কাপুর পরিবার কিং দিলীপ কুমারের তরফ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। গতকাল বৃহস্পতিবার কুমারের জন্ম বার্ষীকি গিয়েছে। ৯৮ তম জন্মদিন পালনে ব্যস্ত ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।