দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা প্রকোপে লকডাইনের সময় যে অভিনেতার নাম পরিযায়ী শ্রমিকদের দুয়ারে দুয়ারে শোনা যাচ্ছিল তিনি হলেন সোনু সুদ। এবার সেরা এশিয়ান সেলিব্রিটির তালিকায় প্রথম হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। মোট পঞ্চাশ জন তারকাকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করলেন অভিনেতা।
লকডাউন পরিস্থিতিতে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সোনু। এছাড়া ভিনরাজ্যের পড়ুয়াদের বাড়ি ফেরানো কিংবা চাষীকে বলদ প্রদান করে চাষীর দুজন মেয়েকে পড়াশোনায় যুক্ত করার কীর্তি তো রয়েইছে। বদলে পেয়েছেন জনপ্রিয়তা আর প্রচুর ভালোবাসা। এবারে সেই পাওনা যেন সম্পূর্ণতা পেল। যুক্তরাজ্যের ‘ইস্টার্ন আই’ সংবাদপত্র সম্প্রতি ২০২০’তে এশিয়ার সেরা অভিনেতাদের নাম প্রকাশ করে। যেখানে প্রথমেই নাম ভারতীয় অভিনেতা সোনু সুদের।
আরও পড়ুন: রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈত্রিক বাড়ি বিক্রির সিদ্ধান্ত পাকিস্তানের
সোনু এই প্রসঙ্গে বলেন, “ইন্টার্ন আইকে অনেক ধন্যবাদ জানাই আমার পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য। করোনাকালে বুঝতে পারি যে দেশের মানুষকে সাহায্য করা আমার দায়িত্ব। আসলে আমি মুম্বইয়ে এই দায়িত্ব পালনের জন্যই এসেছিলাম। আর ভারতীয়দের সাথে থাকার দায়িত্ব আমি শেষ নিশ্বাস পর্যন্ত পালন করব।”
তালিকায় সোনু সুদের পরে একাধিক ভারতীয় তারকা রয়েছেন। পাঁচ নম্বরে আছেন সঙ্গীত শিল্পী আরমান মালিক। ছয়ে প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিনী অবিনেতা প্রভাস আছেন সাত নম্বরে। এছাড়া দিলজিৎ দোসাঞ্জ, আয়ুষ্মান খুরানা, অমিতাভ বচ্চনও আছেন এই তালিকায়।