দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এক দিকের করোনার দোসর, অন্যদিকে বারংবার দুঃসংবাদে ঘিরেছে গোটা দেশ। ২০২০ -তে বহু নামজাদা ও বিশিষ্ট মানুষকে হারিয়েছে গোটা বিশ্ব। এখনও রেশ কাটেনি তার। ফের দুঃসংবাদ আছড়ে পড়ল বি-টাউনে।
এবার আচমকা হৃদরোগে আক্রান্ত বলিউডে খ্যাতনামা জাতীয় পুরস্কার জয়ী কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন শুক্রবার দুপুরে আচমকাই হার্ট অ্যাটাক করে পরিচালকের।
রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই রেমো’র অ্যানজিওপ্লাস্টি সার্জারি করা হয়েছে। আপতত আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন রোমো ডিসুজা।
আরো পড়ুন:“শ্যুটিংয়ে অসাবধানতার কারণেই রাহুলের ব্রেন স্ট্রোক হয়,” দাবি অভিনেতার ভগ্নিপতির
জানা যাচ্ছে, রেমো ডিসুজার সঙ্গে এই মুহূর্তে হাসপাতালে উপস্থিত রয়েছেন তাঁর স্ত্রী লিজেলা। তবে ইতিমধ্যে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনো খবর মেলেনি। তবে এ বিষয়ে রেমো ডিসুজার স্ত্রী লিজেলা ডিসুজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আগামী ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। হার্ট ব্লক হয়ে গিয়েছে রেমোর।”