দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কিম-কি ডুক্(১৯৬০-২০২০) এশিয়ান আর্টহাউস সিনেমার অন্যতম বড় নাম। নি:শব্দে চলে গেলেন করোনায় আক্রান্ত হয়ে। রাশিয়ার লাটভিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিম-কি। তাঁর শেষ সিনেমা বেরিয়েছিল ২০১৯ সালে। এই বছরের অক্টোবরে লাটভিয়া পাড়ি দিয়েছিলেন সেখানকার সিনেমা ইন্ডাষ্ট্রিকে উজ্জীবিত করবার জন্য, কিন্তু আর ফেরা হল না দেশে।


চলচ্চিত্র জীবনে মোট ২৫টি সিনেমা পরিচালনা করেছেন। শেষ সিনেমা ‘ডিসলভ’-এও রেখে গেছিলেন তার চিরাচরিত ছাপ। মনুষ্যচরিত্র সৃজনে হাত পাকিয়েছিলেন কিম-কি। আজ যখন বিশ্ব দুনিয়ায় কোরিয়ান সিনেমা-মিউজিক তার কন্টেম্পোরারি ধারা নিয়ে এসেছে। তখন কিম-কি তার সিনেমায় এক অন্য কোরিয়ার ছবি দেখিয়েছেন। যেখানে মানুষ তার প্রবৃত্তির সঙ্গে বাস করছে।
আরো পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক পরিচালক রেমো ডিসুজা, ভর্তি কোকিলাবেন হাসপাতালে
Spring, Summer,Fall, Winter…Spring সিনেমায় মানুষের জীবনযাত্রার এক অপরূপ ছবি তুলে ধরেছিলেন। কখনো কিছুর স্বার্থে সিনেমার ভাষার সঙ্গে আপোষ করেননি। বহুবার আমেরিকান দর্শক ও সিনেমামহলে ধিক্কৃত হয়েছিলেন তার সিনেমার আঙ্গিকের জন্য৷ কিন্তু তবু কিম-কি নিজের ধারা ছাড়েননি।




তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে বার্তা দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। তিনি বলেছেন,” কিম সেই ধারার পরিচালক ছিলেন যিনি নিজের জন্য সিনেমা বানাতেন, যার সিনেমা কখনো গল্প বুঝিয়ে দিত না”। এখানেই কিম-কি’র কৃতিত্ব বিশ্বসিনেমায়। তাঁর আর্টহাউস সিনেমার জন্য টরেন্টো থেকে বার্লিন সব জায়গায় সমাদৃত হয়েছিলেন। ১৯৯৬ সালে শুরু করেছিলেন Crocodile সিনেমা দিয়ে৷ তারপর 3-iton, Stop, pieta, The Isle এর মতো অসাধারণ সব সিনেমা উপহার দিয়েছিলেন।