দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিশ্বব্যাপী করোনার থাবা গ্রাস করেছে সিনেমার বাজারকেও। তাই এবার সিরিয়ালে নজর দিতে চাইছেন পরিচালক রাজ চক্রবর্তী। তার নিজস্ব প্রডাকশনে শুরু করতে চলেছেন সিরিয়ালের শুটিং। রাজের কথায়, তার দুটো ছবির কাজ শেষ হওয়া সত্ত্বেও করোনা পরিস্থিতির জন্য আটকে আছে।
আরো পড়ুন:২০২০ সালের ছবির গুগল সার্চের প্রথমেই সুশান্তের ‘দিল বেচারা’
নতুন কাজের জন্য সময় কম থাকলেও এই পরিস্থিতিতে ছোটপর্দার বিনোদন সিরিয়ালকেই বেছে নিয়েছেন পরিচালক। সিরিয়ালটির গল্প কি হবে, তা নিয়ে এখনই কিছু বলেননি রাজ। জানিয়েছেন, “অনেকদিন ধরেই গল্প নিয়ে কাজ চলছে। অন্য রকম একটা শো আনতে চলেছি রাজ। দর্শকদের ভালো লাগবে।”