দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার যোধপুর পার্কের এক বাড়ি থেকে উদ্ধার হয় ডার্টি পিকচার খ্যাত অভিনেত্রী আরিয়া ওরফে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত দেহ। মৃত্যু নিয়ে ক্রমশই ঘনীভূত হচ্ছিল রহস্যের ঘনকালো মেঘ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই চোখ রেখেছিলেন লালাবাজারের হোমিসাইড বিভাগ।


তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এল সেই রিপোর্ট। সূত্রে জানা গিয়েছে, মাল্টি অর্গান ফেলিওরের জেরেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। মাটিতে পড়ে যাওয়ার সময় মাথা ফেটে যায় আরিয়ার, ঠোঁট ও নাকেও আঘাত মাটিতে পড়ে যাওয়ার কারণেই। এমনকি আরিয়ার শরীর থেকে প্রায় ২ লিটার মদ মিলেছে, এমনটাই ইতিমধ্যে জানা যাচ্ছে হিন্দুস্তান টাইমস্’র একটি প্রতিবেদন সূত্রে।
আরো পড়ুন:মুকুটে আরও একটি পালক! ২০২০’র এশিয়ান ‘সেরা’ অভিনেতা নির্বাচিত সোনু সুদ
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে তাঁর বাড়িতে এসে বেশ কয়েকবার বেল বাজিয়ে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন অভিনেত্রীর পরিচারিকা চন্দনা দাস। প্রতিবেশীদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ। ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভাঙা হয়। তখনই ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আরিয়ার রক্তাক্ত দেহ।
এছাড়াও জানা গিয়েছে এক বছর আগে আরিয়ার শরীরে হেপাটাইটিস বি বাসা বাঁধে। কিডনির সমস্যাও ছিল। তবে তিনি ঠিক ভাবে চিকিৎসা চালাচ্ছিলেন না। উল্লেখ্য এই ঘটনার ব্যাপারে আরিয়ার পরিচারিকা চন্দনা দাস সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সকাল থেকে বেশ কয়েকবার ফোন করি। কিন্তু ফোন বন্ধ ছিল। বেল বাজিয়েও কোনও সাড়া পাইনি। পুলিশ এসে দরজা খোলার পর দেখলাম, মুখ থুবড়ে উল্টে পড়ে রয়েছে আরিয়া। রক্ত ছড়িয়ে রয়েছে মেঝেতে।”