দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিনোদনের দুনিয়ায় এখন যার নাম আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে, তিনি রহিত সারাফ। নিজের ইন্সটাগ্রামে পুরোনো দিনের নায়কের আদলে ছবি পোস্ট করায়, সেই ছবির আড়ালের কারণটা জানতে ব্যস্ত তার ফ্যানেরা। সম্প্রতি তাকে ওয়েব প্লাটফর্মের অন্যতম নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ছবি ” লুডো” এবং ওয়েব সিরিজ “মিস ম্যাচড”- এ দেখা গেছে। সেখান থেকেই অসংখ্য মানুষের ভালোবাসা পেতে শুরু করেছেন অভিনেতা। এছাড়াও তাকে ” হিচকি”, “দ্য স্কাই ইজ্ পিঙ্ক” -ছবিতে দেখা গেছে।


আরো পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক পরিচালক রেমো ডিসুজা, ভর্তি কোকিলাবেন হাসপাতালে
তবে এইবার একদম অন্যরকম ভাবে নিজেকে তুলে ধরেছেন রহিত। তার ইন্সটাগ্রাম ফলোয়ারদের সামনে পুরোনো দিনের নায়কের আদলে সাজপোশাক পরে হাজির হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে “Old school is the new cool” লিখেছেন তিনি। তবে কি এবার কিছু পুরোনো ধারায় নতুন রহিতকে দেখতে পাওয়া যাবে?