দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গতকাল ইনস্টাগ্রামে গৌতম বুদ্ধের ছবি আঁকার একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। তারপরেই কমেন্ট সেকশনে একের পর এক মৌলবাদীদের আক্রমণের শিকার হন তিনি।
ইনস্টাগ্রামে গৌতম বুদ্ধের ছবি আঁকতে আঁকতে একটি রিল ভিডিও পোস্ট করেছেন নুসরাত। ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ক্যানভাসের ওপর নীল এবং হলুদ রঙের ছোঁয়ায় গৌতম বুদ্ধের মুখের একটি সুন্দর অবয়ব ফুটিয়ে তুলেছেন নুসরাত। এছাড়াও মুখের পাশে রয়েছে হলুদ রঙের পাতা।
আরো পড়ুন:নিজেকে “old school”- এ সাজালেন রহিত সারাফ
এই ভিডিওর ক্যাপশনে নুসরাত লিখেছেন “পৃথিবীতে আরও রঙের প্রয়োজন আছে।”আর এই ভিডিও পোস্ট হতেই মুহুর্তের মধ্যেই লাইক কমেন্ট পরতে শুরু করে। সেখানেই মৌলবাদীদের আক্রমণের শিকার হন বাংলার অভিনেত্রী সাংসদ। একজন সরাসরি মন্তব্য করেন” ইসলামে ছবির অর্থ হারাম” আবার অপর একজন সেই ছবিতে ব্যাঙ্গাত্মক ভাষায় লিখেছেন “কার আঁকা ছবির উপর ফটোগ্রাফি চলছে?” এছাড়া অপর একজনের প্রশ্ন “বুদ্ধের মুখে ২৫%হলুদ রং কেন? পুরোটাতেই নীল রং দিলে কি দোষ ছিল?”যদিও এখনও পর্যন্ত কোনো প্রশ্নেরই উত্তর দেননি নুসরাত।তবে শুধু সমালোচনা নয় ভিডিও পোস্ট হতেই অসংখ্য অনুরাগীদের প্রশংসাও পেয়েছেন তিনি।