অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনি জানিয়েছেন যে তিনি সম্প্রতি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জানিয়েছেন “দ্য মিডনাইট স্কাই”- এ অভিনয় করা কালীন তাকে ২৫ পাউন্ড (১১.৩ কেজি)ওজন কমাতে হয়েছিল এবং তার জন্যই হয়তো এই বিপত্তি।


সিনেমার শ্যুটিং শুরু হওয়ার চার দিন আগে থেকেই অভিনেতা তীব্র পেটে ব্যথার অভিযোগ করার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই অভিনেতার অগ্ন্যাশয়ের রোগ ধরা পড়েছিল।
আরো পড়ুন:গৌতম বুদ্ধের ছবি এঁকে মৌলবাদীদের নিশানায় তৃণমূল সাংসদ নুসরাত জাহান
ক্লুনি জানিয়েছেন, আবার নতুন করে শ্যুট শুরু করার জন্য প্রস্তুত হওয়ার আগে তাকে দীর্ঘসময় হাসপাতালে থাকতে হবে। ক্লুনি জানিয়েছেন, এর আগেও ওজন তাড়াতাড়ি কমানোর জন্য খুব চেষ্টা করছিলেন আর সম্ভবত নিজের যত্নও ঠিক ভাবে নিচ্ছিলেন না, তার ফলেই তিনি নতুন করে আবার হাসপাতালে।


‘দ্য মিডনাইট স্কাই’ লিলি ব্রুকস-ডালটনের ‘গুড মর্নিং, মিডনাইট’ উপন্যাসের আদলে তৈরি। ব্রিটিশ অভিনেতা ফেলিসিটি জোন্স এবং ডেভিড ওয়েলও ও অভিনয় করেছেন সিনেমাটিতে। সিনেমাটি ২৩ ডিসেম্বর নেটফ্লিক্সে প্রকাশ হওয়ার কথা রয়েছে।