দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: “কে.জি.এফ” চলচ্চিত্র নির্মাতা প্রশান্ত নীল তাঁর পরবর্তী ভারতীয় চলচ্চিত্র “সালার” -এর জন্য “বাহুবলী” স্টার প্রভাসের সাথে জুটি বাঁধলেন।প্রভাস তার ইন্সটাগ্রাম পোস্টে “সালার” ছবিটিতে তার লুক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন “২০২১ সালের জানুয়ারি মাসে থেকেই তিনি “সালার” ছবির শুটিংয়ের জন্য ঝাঁপিয়ে পড়বেন।”


খবরটি ঘোষণার ফলে ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে (বিশেষত কন্নড় এবং তেলুগু চলচ্চিত্র) প্রচুর উত্তেজনা দেখা দিয়েছে। প্রশান্ত নীল, প্রভাসের অভিনয়ের দক্ষতার উপরে আস্থা রেখে তাকে পছন্দ করেছেন তার পরবর্তী ছবিতে।
আরো পড়ুন: আপনার ও বিশ্বাস হবে না যে এই ‘ছবির’ ছেলেটি কিশোর শাহরুখ খান নয়!
ছবির নাম “সালার” কেন? তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। “সালার” শব্দটির অনেক ব্যাখ্যা রয়েছে। এটি একটি উচ্চারণমূলক শব্দ। তবে সাধারণ অর্থে এর মানে হল ‘কমান্ডার-ইন-চিফ’। তাহলে কি এবার অন্য রাজ্যপাটে প্রভাস?
জানা যাচ্ছে, ছবিটিতে প্রভাসের চরিত্রকে একটু রহস্যময় করে তোলার চেষ্টা করা হয়েছে। তবে প্রভাসের চরিত্রকে এখনও ধাঁধা হিসেবেই রাখতে চান পরিচালক। সর্বশেষ তথ্য অনুসারে, প্রশান্ত নীল বর্তমানে ছবিটির কাস্ট চূড়ান্ত করতে ব্যস্ত রয়েছেন। চলচ্চিত্র জগতের গুঞ্জনে শোনা যাচ্ছে, পুরী জগানন্ধের পরিচালনায় ‘লোফার’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশকারী দিশা পাটানিকে বিবেচনা করা হচ্ছে প্রশান্ত নীলের পরিচালনায় ‘সালার’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করার জন্য।
দিশা পাটানি আর প্রভাসের নতুন জুটিকে কেমন লাগবে সিনেপ্রেমীদের? সেটার জন্যে অপেক্ষায় আছেন সকলে।