দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফের করোনার থাবা বলিউডে। এবার করোনা আক্রান্ত হলেন শাহরুখ খানের “রয়েইস” খ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান(৩৫)। রবিবার একটি ইনস্টাগ্রাম পোস্টে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান মাহিরা। নিজে আইসোলেশনে আছেন বলে জানিয়ে মাহিরা এদিন আবেদন করেন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা সকলেই যেন যত দ্রুত সম্ভব টেস্ট করান। এছাড়া সকলকেই নিজের এবং অন্যদের কথা ভেবে মাস্ক পরার অনুরোধ করেন মাহিরা।


এদিন ইনস্টাগ্রাম পোস্টে মাহিরা লিখেছেন “আমি করোনা পজিটিভ।আমি নিজে আইসোলেশনে আছি এবং যাদের সংস্পর্শে এসেছিলাম তাঁদের প্রত্যেককে জানিয়েছি। জানি সময়টা খুব কঠিন। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠব ,ইনশাআল্লাহ। দয়া করে সবাই নিজের এবং বাকিদের কথা ভেবে মাস্ক পরবেন এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।” এছাড়া তিনি জানান “আমার জন্য প্রার্থনা এবং ভাল কিছু সিনেমার নাম সব সময় স্বাগত। “


আরো পড়ুন:আপনার ও বিশ্বাস হবে না যে এই ‘ছবির’ ছেলেটি কিশোর শাহরুখ খান নয়!
খবরটি প্রকাশ্যে আসতেই মাহিরার ফ্যানরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন। এছাড়া জনপ্রিয় টিভি অভিনেত্রী মৌনি রায় মাহিরার পোস্টে মন্তব্য করে লিখেছেন, “তোমাকে অনেক ভালবাসা পাঠালাম। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।”
উল্লেখ্য দীর্ঘ লকডাউনের পর পর জুলাই মাসে কাজে যোগ দেওয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে মাহিরা লিখেছিলেন ” এতদিন পর কাজে যোগ দিতে পেরে ভাল লাগছে। কম সময়ের জন্য হলেও আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারব। নিউ নর্মালকে ঘৃণা করি।”