দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একটি কাশ্মিরি কিশোরের ছবি। আর তাতেই নেটিজেনরা বিস্মিত! আর এই বিস্ময় এর কারণ এই যে ছবিটিতে যাকে দেখে মনে হচ্ছে কিশোর বয়সী বলিউডের ‘বাদশা’! সে আসলে কিন্তু শাহরুখ খান নন! হ্যাঁ, আপনার মতই লক্ষ লক্ষ মানুষ এখনো বিশ্বাস করে উঠতে পারেননি যে এই ছবিটা শাহরুখ খানের নয়! তবে কার ছবি এটা?


যেটুকু তথ্য ইন্টারনেটে পাওয়া যাচ্ছে তাতে এই ছবিতে দেখতে পাওয়া কিশোরটি একজন কাশ্মিরী কিশোর। তাকে দেখতে একদম হবহু শাহরুখ খানের মতই। তবে ওই কিশোরের গায়ের রঙ কিশোর বয়সী শাহরুখের তুলনায় অনেকটাই ফর্সা। এমন কী নেটিজেন দের কেউ কেউ তো বলেই ফেলেছেন যে ছেলেটি বলিউডের ‘রাজ’ এর তুলনায় বেশি হ্যান্ডসাম! নেটিজেনদের অনেকেই আবার মনে করছেন এটা ফটোশপ এর কারসাজি। কারণ ছেলেটির প্রকৃত নাম এখনো পাওয়া যায় নি। ইন্টারনেট এ শুধু ছবিই ঘুরে বেড়াচ্ছে।


তবে শাহরুখ খানের সাথে কাশ্মীর যোগ নতুন কিছু নয়। এর আগে হায়দার মকবুল নামে একটি যুবক ইন্টারনেটে ঝড় তুলেছে। অন্যদিকে শাহরুখ খানের টুইটার হ্যান্ডেল থেকে যদিও এই ছবি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। সাধারণভাবে ছবিতে ‘বাদশা’র বডি ডাবল এর কাজ করে প্রশান্ত ওয়ালদে।

