দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল ১৩ই ডিসেম্বর, তেলেগু চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা ডাগ্গুবাটি ভেঙ্কটেশ্বর ৬০ বছর পূর্ন করলেন। সেই সঙ্গে অভিনেতার জীবনের ৩০ বছরও পূর্ণ হলো তেলেগু ইন্ডাস্ট্রিতে।
ভেঙ্কটেশ ১৯৮6 সালে কালীযুগ পান্ডুলু ছবিটির মাধ্যমে পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে। ছবিটির জন্য তিনি তাঁর প্রথম নন্দী পুরষ্কারও পেয়েছিলেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি ববিবিলি রাজা, চান্তি, প্রেমচঞ্চুন্দম রা, সূর্যবমসাম, রাজা, কালীসুন্দম রা, জয়ম মনাদেরা, সংক্রান্তি, লক্ষ্মী, আদাবরী মাতালাকু অর্ধলু ভারুলেস, নামে অনেক সফল ছবিতে অভিনয় করেছেন।




আরো পড়ুন:
ভেঙ্কটেশ স্বর্ণা কমলাম, প্রেমা, ধর্মচক্র, গণেশ, কালীসুন্দম রা, এবং আদাওয়ারী মাতালাকু আর্থলে ভারিউলে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পাঁচটি নন্দী পুরষ্কার পেয়েছেন। জানা যাচ্ছে, পরের বছর তিনি তার আ্যকশানাল ফিল্ম “নারাপ্পা” য় স্বমহিমায় হাজির হচ্ছেন।
তার ৬০তম জন্মদিন তার ফ্যানেরা ছাড়াও তাকে সুপারস্টার চিরঞ্জীবী, মহেশ বাবু, রাম চরন সহ আরও অনেকেই টুইটের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।