দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অনিল কপুর ও অনুরাগ কশ্যপের ‘একে ভার্সেস একে’ এর বিতর্কের পর কঙ্গনা রনওয়াত আগে থেকেই সাবধান হয়ে যাচ্ছে নিজের ছবি ‘তেজাস’ নিয়ে। ‘একে ভার্সেস একে’র কিছু দৃশ্য নিয়ে সম্প্রতি ভারতীয় বায়ু সেনা আপত্তি তোলে। সেই বিতর্ক এড়াতেই কঙ্গনা আগে থেকেই ভারতীয় বায়ু সেনাকে ছবির স্ক্রিপ্ট দেখিয়ে অনুমতি নিয়ে নিলেন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও দেখা করেন কঙ্গনা।
এর আগে জাহ্নবী কপুরের ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ নিয়েও আপত্তি তোলে আইএএফ। সে সমস্ত বিতর্কে পড়তে চান না কঙ্গনা। তাই তাঁর আসন্ন ছবি ‘তেজাস’, যেখানে অভিনেত্রী বিমান চালিকার চরিত্রে রয়েছেন। সেই ছবিতে কোনো বিতর্ক চান না। ছবি যেহেতু সত্য ঘটনা অবলম্বনে তৈরি তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা। সম্প্রতি বায়ু সেনার সঙ্গে দেখা করেন।
আরও পড়ুন: দিশা পাটানি’র নতুন বয়ফ্রেন্ড প্রভাস! টাইগার শ্রফ কী তাহলে অতীত!
কঙ্গনা টুইট করেন, “আজ ‘তেজাস’ এর টিম রাজনাথ সিংহ বাবুর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিল। সঙ্গে ভারতীয় বায়ু সেনাকে ছবির স্ক্রিপ্ট দেখিয়ে কিছু অনুমতিও নেওয়া হল।”
কঙ্গনার ‘তেজাস’ ছবির ফার্স্ট লুকও সম্প্রতি মুক্তি পায়। শোরগোল ফেলে সোশ্যাল মিডিয়ায়। আপাতত অভিনেত্রী, জয়ললিতার রাজনৈতিক জীবন অবলম্বনে তৈরি ‘তালাইভি’ ছবির কাজে ব্যস্ত।