দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ৩৬’ তম জন্মদিনের দিন নক্সালরূপে পর্দায় আগুন ঝরাতে দেখা গেল দক্ষিণী সুপারস্টার রানা দাগগুবাতি’কে। গতকাল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে “বিরতা পারভম”-এর পোস্টার দিয়ে একটি মিনিটের একটি ভিডিও নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে প্রযোজনা সংস্থা এসএলভি। রানা দাগগুবাতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশানে তাঁরা লিখেছেন, “বিরাতাপর্বমে কমরেড ‘রাবণ্না’ রূপে রানা দাগগুবতীর প্রথম ঝলক।”


সিনেমার টিজারে প্রথম শটেই দেখা যাচ্ছে একেবারে নিরিবিলি একটি জলপ্রপাতের দৃশ্য। তারপরেই দেখা যাচ্ছে আগুন লেগে যাওয়ায় প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করছে মানুষজন। আর তার মধ্যে থেকেই নকশাল নেতা রূপে আগমন ঘটছে রানা দাগগুবাতির।
আরো পড়ুন:
“বিরাতা পারভম”- আদতে নব্বইয়ের দশকের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। সিনেমায় কমরেড রাবন্না হলেন এমন একজন বিদ্রোহী চরিত্র যিনি একটি নকশাল গোষ্ঠী গঠন করে গোটা সমাজব্যবস্থা কে চ্যালেঞ্জ করেছিলেন। টিজারে রানার চরিত্রের এই ছোট্ট ঝলক দেখার পর তাঁর ভক্তরা বড়ো পর্দায় সিনেমাটি দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন।
পরিচালক ভেনু উদুগুলা পরিচালিত, “বিরাতা পারভম” এ রানা দাগগুবাতি ছাড়াও অভিনয় করেছেন সাঁই পল্লবী, প্রিয়মণি, নন্দিতা দাস এবং নিভেথা পেথুরাজকে। সূত্রের খবর নতুন বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি পেতে পারে।