দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আন্তর্জাতিক স্তরে ভারতীয় অভিনেত্রী-গায়িকা-লেখিকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সাধারণ আউটফিট শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।রাজকুমার রাও থেকে হৃত্বিক রোশন পর্যন্ত প্রশংসা করতে ছাড়েন নি। কমেন্ট বক্সে ভিড় জমিয়েছে ফলোয়ার্সরাও।অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভই থাকেন। একের পর এক অসাধারণ আউটফিটে মুগ্ধ করে এসেছেন ভক্তদের। ফের নতুন আউটফিটে দেখা গেল বলিউডের এই খ্যাতনামা ‘জঙ্গলী বিল্লি’কে।
ক্যাসুয়াল টি শার্ট আর ব্লু স্ট্রেইট কাট জিন্সে অভিনেত্রী মন কেড়েছেন ভক্তদের। পায়ে রয়েছে ব্লুইশ গ্রে রঙের বুটিস। হালকা মেক আপ আর ওয়েভি হেয়ার। এতেই কুপোকাত ভক্তেরা।কমেন্ট করেন বন্ধু হৃত্বিক রোশনও। লেখেন, ‘ক্যায়া বাত হ্যায়।” অন্যদিকে ‘হোয়াইট টাইগার’ এর সহ অভিনেতা রাজকুমার রাও ‘পিসি’ (প্রিয়াঙ্কা চোপড়া) বলেই প্রশংসা করেছেন।






প্রিয়াঙ্কার সম্প্রতি লেখা বই ‘আনফিনিশড : এ মেময়ার বুক’ বেশ জনপ্রিয়তা পায়। আপাতত অভিনেত্রীর হাতে রয়েছে সঞ্জয় লীলা ভানসালির ‘মানডি’। এছাড়া কল্পনা চাওলার জীবনী আর ‘শীলা’ নামের ছবিতেও প্রিয়াঙ্কাকে দেখা যাবে বলে খবর। সম্প্রতি প্রিয়াঙ্কা পাঞ্জাব কৃষক বিদ্রোহ নিয়েও মুখ খোলেন। কৃষকদের পাশে থাকার ইঙ্গিত দেন অভিনেত্রী।