দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এখনও রেশ কাটেনি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের বিয়ের। আর তার মধ্যেই ফের সানাইয়ের সুর বাজবে মহানায়কের পরিবারে। নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তরুণ কুমারের নাতি ওরফে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়।
যদিও গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ের প্রাক্কালেও কিছুই শোনা যায়নি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের ব্যাপারে।
এমনকি ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রী ত্বরিতা এবং সৌরভের শীঘ্রই বিয়ে হতে চলেছে এই নিয়েও কোনো গুঞ্জন না মিললেও, এই জুটির সম্পর্ক কাউর অজানা নয়।
আরো পড়ুন: ‘আমার নামটা শুধু লাকি, কিন্তু আমি ভাগ্যে বিশ্বাস করি না’ – মূলস্রোত থেকে দূরে আজ ‘কৃষক’ লাকি আলি
আগামী ১৫ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন সৌরভ-ত্বরিতা। এর মধ্যে শুরু হয়ে গিয়েছে সঙ্গীতের মহড়া। ১৩ জানুয়ারি থাকছে এই জুটির সঙ্গীতের অনুষ্ঠান। সূত্রে খবর ত্বরিতা জানিয়েছেন, তাঁর বিয়েতে থাকবে নহবত সানাইয়ের আসর। বিয়ের আগের দিন হবে মেহেন্দির অনুষ্ঠান, দুইদিন আগে সঙ্গীত। বিয়ে ও রিসেপশন, দুদিনই ডিজাইনার অভিষেক রায়ের পোশাকে সাজবেন অভিনেত্রী। পোশাক থেকে মেনু সবটাই ঠিক করে ফেলেছেন সৌরভ-ত্বরিতা।