দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে শ্যুটিং শেষ, পাহাড়ের কোল থেকে এবার সোজা নিজের দেশে ফেরার অপেক্ষায় পরমব্রত চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শ্যুটিং করে এবার ঘরে ফেরার পালা। কলকাতায় ফিরে এবার ফের নতুন কিছু তাঁর জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন অভিনেতা।
তবে কলকাতায় কী অপেক্ষা করছে? এই নিয়েই উদ্বিগ্ন পরমব্রত’র বহু অনুগামী। উল্লেখ্য, কিছুদিন আগেই ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল এক ফ্রেমে পরমব্রত, দেব, প্রসেনজিৎ সহ পরিচালক সৃজিত মুখার্জি ও যিশু সেনগুপ্ত।
আরো পড়ুন : এবার করোনার কবলে ‘রয়েইস’ নায়িকা
তাহলে কি টলিউডে নতুন চমক আসছে? আর এই চমককেই কী কোনো ভাবে নিশানা করলেন পরমব্রত? এই নিয়েও অনুগামীদের মধ্যে বেড়েছে জল্পনার বহর। অনেকেই আবার প্রার্থনা করেছেন যাতে তাঁর যাত্রা শুভ হয়।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশের মানালিতেই দীর্ঘদিন ধরে শ্যুটিং করেন পরমব্রত চট্টোপাধ্যায়। দীর্ঘ দুই মাস যাবৎ ব্ল্যাক উইডো নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করার আভাসও দিয়েছেন টলি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।