দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: “কী করে বলব তোমায়” ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনীত নায়িকা রাধিকা ওরফে স্বস্তিকা দত্তের প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ সকলেই। এর আগেও নায়িকাকে দেখা গিয়েছে বড়ো পর্দায়। তবে রাধিকা কর্ণকে ছেড়ে আপাতত হাবুডুবু খাচ্ছে গায়ক শোভন গাঙ্গুলীর প্রেমে, আপাতত এমনটাই আভাস মিলছে। যদিও এই গুঞ্জন আদও কতটা জোরালো তা বোঝা যাবে পরবর্তীতে।
সম্প্রতি তাঁদের অনুগামীদের একাংশেরই এমন মত। “কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা দিনেই তোমায় লাগে ভাল” বর্তমানে জনপ্রিয় গায়ক শোভনের মনের অবস্থা ঠিক এমনই, তবে সকলের জন্য একদমই নয়। শুধু মাত্র স্বস্তিকার জন্যই এমন লাইন মনে আসে গায়কের। আর তাইতো শোভনের ইন্সটাগ্রাম স্টোরিতে উঁকি দিলেই দেখা মিলবে স্বস্তিকা দত্তের সাদা কালো ছবি আর নেপথ্যে বাজছে “কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা দিনেই তোমায় লাগে ভাল।”
আরো পড়ুন: ফের বিয়ের সানাই মহানায়কের পরিবারে, পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি
তবে শুধু শোভনের মন এমন নয়, অন্যদিকে আপনাদের রাধিকা অর্থাৎ স্বস্তিকাও কিন্তু নিজের স্টোরিতে শেয়ার করেছেন শোভনের সাথে নিজের একটি সুন্দর নিজস্বী। যেখানে অভিনেত্রী লিখেছেন, “এই মানুষটিকে বিচার করতে যেও না।” শুধু কী প্রেম দুই জনের স্টোরিতেই ? নাহ্ তা এক্কেবারে নয়। যারা এই দুই তারকাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, তাদের নজর কাড়বে ইদানিং প্রায়ই শোভনের গানের অনুষ্ঠান থেকে মিউজিক ভিডিয়ো নিজের ফেসবুক পেজে পোস্ট করেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।