দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী কঙ্গনা রনওয়াত ফের সমস্যার সম্মুখীন। ২০১৬ সালে অভিনেতা হৃত্বিক রোশনের করা মামলা এবার স্থানান্তরিত হল ক্রাইম বিভাগের কাছে। প্রথমে এই মামলা সাইবার সেলের কাছে থাকলেও সম্প্রতি এর তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ। আর এই বদল আসা মাত্রই অভিনেত্রী কঙ্গনা রনওয়াত, হৃত্বিককে দুষতে এক তিলও ছাড়েন নি। টুইটে আক্রমণ, “আর কতদিন কাঁদবে একটা ছোটো সম্পর্কের জন্য হৃত্বিক?”
২০১৬ সালে অভিনেতা কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তাঁর ইমেল থেকে প্রায় একশোটা ইমেল পাঠানো হয়েছে অভিনেতাকে। তবে কঙ্গনা এই অভিযোগ নাকচ করে জানিয়েছিলেন যে তিনি কোনো ইমেল করেন নি। প্রসঙ্গ ওঠে এই দুই তারকার প্রেমের সম্পর্কেরও। সে বিষয় হৃত্বিক অস্বীকার করেন। এনিয়ে তীব্র বিতর্ক চলার পর হৃত্বিক মামলা করেন অভিনেত্রীর বিরুদ্ধে। সেই মামলা সেইসময় সাইবার সেলের হাতে থাকলেও সম্প্রতি ক্রাইম ব্রাঞ্চ এর দায়িত্ব নিয়েছে।
এই বদল আসার পরেই কঙ্গনা টুইটে আক্রমণ শানিয়েছেন। লেখেন, “ওঁর (হৃত্বিক) দুঃখের গল্প আবার শুরু হয়ে গেল। আমাদের বিচ্ছেদ আর ওর বিবাহ বিচ্ছেদের বহু বছর হল। তবুও ও সরে আসতে পারছে না। অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কেও যেতে চাইছে না। যখনই আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাহস যোগাই আর এগিয়ে চলার কথা ভাবি তখনই ওঁ এই নাটক শুরু করে দেয়। আথ কতদিন কাঁদবে একটা ছোটো সম্পর্কের জন্য হৃত্বিক?”
মামলা প্রসঙ্গে হৃত্বিকের আইনজীবী মহেশ জেঠমালানি জানান, “আমার মক্কেল ২০১৬ সালে মামলা করেন কঙ্গনা রনওয়াতের ইমেল থেকে একশোটা ইমেল আসার প্রসঙ্গে। তিনি কঙ্গনার সঙ্গে সম্পর্ক থাকার বিষয়কে অস্বীকার করেন। সেই মামলার কোনো পরিবর্তন হয় নি।ক্রাইম ব্রাঞ্চ বিষয়টা দেখবে।”
এখনও পর্যন্ত হৃত্বিকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায় নি। তবে পুরানো কঙ্গনা-হৃত্বিকের সেই বিতর্ক উসকে উঠেছে সোশ্যাল মিডিয়া