দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : গত ১১ ই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হলে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয় কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডিসুজাকে। ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছে বলে জানান রেমোর স্ত্রী লিজেলা। সম্প্রতি রেমোর বন্ধু তথা অভিনেতা-মডেল আমির আলি, রেমোর শারীরির পরিস্থিতির খবর জানায় ইন্সটগ্রামে। রেমোর সঙ্গে হাসপাতালেই একটি ছবি পোস্ট করেন। বোঝা যায় যে তিনি আগের থেকে সুস্থ আছেন।
রেমোর অসুস্থতায় বিগবি অমিতাভ বচ্চন সুস্থ হওয়ার কামনা করেন সোশ্যাল মিডিয়ায়। পরে রেমোর স্ত্রীও তাঁর শারীরির অবস্থার খবর দেয়। সম্প্রতি আমির আলি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে রেমো পিছন ফিরে ছবির পোস দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ড দেখে বোঝাই যাচ্ছে তিনি এখনও হাসপাতালেই আছেন। এই পোস্টের সঙ্গে আমির লেখেন, “আমার বন্ধু ফিরে এসছে। সব থেকে শক্তিশালী রেমো।”


রেমোর সেরে ওঠার কামনা করতে ভিড় লেগেছে কমেন্ট বক্সেও। স্ত্রী লিজেলা সকলকে ধন্যবাদও জানান সমস্ত কামনা ও প্রার্থনার জন্য। আপাতত রেমো হাসপাতালেই থাকবেন বলে খবর। চিকিৎসা চলছে পরিচালকের। খবর, কাজে ফিরতে বেশ সময় লাগবে কোরিওগ্রাফারের।
রেমোকে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়ালিটি শোয়ে প্রথমবার বিচারক হিসেবে দেখা যায়। পরে ‘নাচ বালিয়ে’, ‘ঝলক দিখলা জা’, ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ এর মতো শোয়েও বিচারক ছিলেন। এছাড় ‘কাঁটে’, ‘ধুম’, ‘তুম বিন’, ‘রক অন’ ইত্যাদির মতো ছবির পরিচালনা করেন রেমো।
আরও পড়ুন: কী এই “সোস্যাল-সোয়াগ”! অক্ষয় ও রানা’র নতুন জুটি কিসের সংকেত!