দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আগামী বছরেই পাতৌদি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। আর এখন নিজের গর্ভাবস্থা চুটিয়ে উপভোগ করছেন বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুর খান। গর্ভবতী অবস্থাতেই দিন দিন আরও বেশী গ্লামারাস হয়ে উঠছেন তিনি।তবে শুধু গ্লামার বললে ভুল হবে ম্যাটারনিটি ফ্যাশানেও নতুন মাত্রা যোগ করেছেন করিনা। যা দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা।তাই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হচ্ছে বেবোর ‘বেবিবাম্প ফ্লন্ট’।
তেমনি আজ আজ মুম্বাইয়ের বান্দ্রায় আটটিং-এ যাওয়ার সময় একটি মিডি শার্ট পোশাকে ধরা দিলেন বলিউড ডিভা। সেই ছবিতেও সকলের নজর কাড়ে করিনার ‘বেবিবাম্প ফ্লন্ট’। তাঁর পরনে ছিল কমলা রঙের মিডি শার্ট ড্রেসের ওপর নীল রঙের ফুল ছাপা।যা এখন ম্যাটারনিটি ফ্যাশানে রীতিমতো ইন।


আরো পড়ুন:ভি. জে. চিত্রার মৃত্যুর দায়ে গ্রেফতার হলেন তার স্বামী
করিনার পরনে থাকা মিডি ড্রেসে দেখা যাচ্ছে চওড়া কলার এবং ঢিলাঢলা হাতা। সেইসাথে কোমরে ছিলো একটি ফ্যাব্রিক প্রিন্টেড ম্যাচিং বেল্ট।অন্যদিকে চুলটাকে লম্বা পনিটেল করে বেঁধেছিলেন বেবো। এছাড়া মেকাপের মধ্যে তাঁর চোখে ছিল স্মোকি-আইশ্যাডো, মাস্কারা- ল্যাশ,আর ঠোঁটে ছিল গোলাপি লিপস্টিকের ছোঁয়া।


সম্প্রতি কারিনাকে ইনস্টাগ্রাম পোস্টে গোলাপী স্পোর্টস ব্রা এবং ট্র্যাক প্যান্ট পরে বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা যায় যা সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য কারিনা কাপুর সম্প্রতি হিমাচল প্রদেশ থেকে ফিরে এসেছেন। তিনি সেখানে সাইফের সঙ্গে “ভূত পুলিশ” সিনেমার শুটিং করতে গিয়েছিলেন।

