দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ফের কঙ্গনা রনওয়াতের ছবি ‘মণিকর্ণিকা’র বিতর্ক উসকে দিলেন ছবির সহ-পরিচালক রাধাকৃষ্ণ জগালামুদি ওরফে কৃশ। ছবির পরিচালনা নিয়ে প্রথম থেকেই বিবাদ ছিল। অভিনেত্রী কঙ্গনা রনওয়াতের কথায় তিনিই অর্ধেকের বেশি ছবি পরিচালনা করেন। সেই মতো ছবি তৈরির কৃতিত্বেও নাম রয়েছে কঙ্গনারই। কৃশ রয়েছেন সহ-পরিচালকের পদে। এবার সেই প্রসঙ্গেই কৃশের দাবি,”ছবির সামান্য কিছু অংশই কঙ্গনা পরিচালনা করেছিল। আমার আফসোস ছবিটা আরও ভালো পারত।”
‘মণিকর্ণিকা’ তৈরির সময় খবর মেলে বিশেষ কারণ বশত: ছবির পরিচালনার দায়িত্ব নিতে হচ্ছে কঙ্গনাকে। জানা যায় অর্ধেক ছবি অভিনেত্রীই পরিচালনা করেছেন। তবে আদৌ সত্যিটা কি তা নিয়ে এখনও জল্পনা। সম্প্রতি ছবির প্রাথমিক পরিচালক কৃশ, দক্ষিনী অভিনেত্রী সামান্থা রুথপ্রভুর একটি টক শোয়ে এই প্রসঙ্গে বক্তব্য রাখেন। তা নিয়েই ফের বিতর্ক শুরু।
কৃশ বলেন, “এই বিষয় আমি শেষবারের মতো আমার মতামত দিতে চাই। ছবির বেশিরভাগটাই আমার শ্যুট করা হয়ে গিয়েছিল। কঙ্গনা কিছু শতাংশ অংশের পরিচালনা করে। সঙ্গে পূর্বের শ্যুট করা কিছু অংশের বদলও করে। আমার আফসোস ছবিটা আরও ভালো হতে পারত।”
জানা যায়, কঙ্গনা ছবি থেকে অভিনেতা সোনু সুদকেও বাদ দিয়েছিলেন। কৃশকে অভিনেত্রী চ্যালেঞ্জও করেন তাঁর পরিচালনার মতামত প্রমাণ করার জন্য। তবে ছবি তৈরির পর কঙ্গনাই সম্পূর্ণ কৃতিত্ব পান। ছবিতে যিশু সেনগুপ্ত, জিশান আইয়ুব, অঙ্কিতা লোখন্ডে প্রমূখও পার্শ্ব চরিত্রে ছিলেন।