আসছে ৪০০ কোটি বাজেটের নতুন ছবি

0
66
Video camera operator working with his equipment at indoor event. Cameraman silhouette at meeting room

দ্য কলকাতা মিরর ব্যুরো : প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। পরিচালক নাগ অশ্বিনের আগামী ছবির ঘোষণা করেছেন। সেখানেই নায়ক বাহুবলী তারকা প্রভাস। এই ছবির মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন দীপিকা। ইনস্টাগ্রামে সেকথা জানিয়ে দীপিকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। লিখেছেন, ‘খুবই উচ্ছ্বসিত লাগছে। একটা অসাধারণ জার্নির জন্য অপেক্ষা করতে পারছি না আর।’ছবিটি তিনটি ভাষায় মুক্তি পাবে, তামিল, তেলেগু ও হিন্দি। সামনের বছর থেকে ছবির শ্যুটিং শুরু করা হবে। প্রভাসের সঙ্গে দীপিকার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার আশার বুক বাঁধছেন ফ্যানেরা।প্রভাস-দীপিকা জুটির নতুন ছবি আসার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উন্মাদনার পারদ তুঙ্গে উঠেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here