দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যুগে প্রিয় পোষ্যের সাথে সেলিব্রেটিদের ভিডিও প্রায়ই ভাইরাল হতে দেখা যায়।কিন্তু কেউ কি কখনও দেখেছেন পিয়ানো বাদক বিড়ালকে? সম্প্রতি টুইটারে ট্রেন্ডিং হয়েছে রাশিয়ান গিটারিস্ট মার্শেল গিলমানভের সাথে বার্নি নামের এক বিড়ালের পিয়ানো বাজানোর মজাদার একটি ভিডিও।সেখানে রাশিয়ার মস্কোর এই জুটিকে জনপ্রিয় রাশিয়ান লোকসঙ্গীত বাজাতে শোনা যাচ্ছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে রাশিয়ান গিটারিস্ট মার্শেল গিলমানভ একদিকে যেমন গিটার বাজাচ্ছেন তেমনি তাঁর সাথে তাল মিলিয়ে অত্যন্ত সাবলীলভাবেই বৈদ্যুতিন কীবোর্ডে দিব্যি সুর তুলে চলেছে সুপার ট্যালেন্টেড সেই বিড়াল। সেইসাথে ক্যামেরার দিকে তাকিয়ে মাঝেমধ্যেই টুকটাক পোজ দিয়ে চলেছে বার্নি।
আরো পড়ুন:দক্ষিণেশ্বর ছেড়ে রানী মা চললেন পাহাড়ের কোলে, কিন্তু কেন?
৩৬ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে বয়ে গেছে লাইক- কমেন্ট -শেয়ারের বন্যা। সেইসঙ্গে ভিডিওটি ভিউ পেয়েছে আট লক্ষের বেশি। নেটিজেনরা রাশিয়ান গিটারিস্ট এবং তাঁর বিড়ালের ডুয়েট দেখে এতটাই আপ্লুত হয়েছেন যে অনেকেই আবার নিজেদের পোষা বিড়ালের সাথে অনান্য বাদ্যযন্ত্র বাজানোর ভিডিও বানিয়ে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে বিড়ালটিকে এড শিরান এবং বিথোভেনের সাথে তুলনা করেছেন।