দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোনু সুডের মুকুটে ফেরা নয়া পালক। এবার পেটা ইন্ডিয়ার তরফ থেকে ২০২০ সালের সবচেয়ে জনপ্রিয় ভেজিটেরিয়ান সেলিব্রিটির শিরোপা পেলেন সোনু। পেটা অর্থাৎ পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল তাঁদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা করেছে। অপরদিকে মহিলা বিভাগেও এই একই সম্মান দেওয়া হয়েছে ভেজিটেরিয়ান শ্রদ্ধা কাপুরকেও। পেটার তরফে তাঁদের টুইটার অ্যাকাউন্টে একথা জানিয়ে সোনু সুদ এবং শ্রদ্ধা কাপুরের ছবি পোস্ট করা হয়েছে। সুখবর পাওয়া মাত্রই সোনু সুড পোস্টটি ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন।সেইসঙ্গে তিনি ধন্যবাদও জানিয়েছেন পেটা ইন্ডিয়াকে।
উল্লেখ্য পেটা ইন্ডিয়া এমন একটি পশু সুরক্ষা সংগঠন যারা বিশ্বাস করে পশুরা কখনই আমাদের খাদ্য, বস্ত্র, ব্যবহার এবং মনোরঞ্জনের পাত্র হতে পারে না। তাই তারা নিরামিষ খাদ্য গ্রহণে বিশ্বাসী। ইতিপূর্বে পেটা ইন্ডিয়ার এই বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুশী চিল্লার, সুনীল ছেত্রি, আনুশকা শর্মা, কঙ্গনা রানাউত, রেখা, নরেন্দ্র মোদী, এবং অমিতাভ বচ্চন এর মত ব্যাক্তিত্বরা।
আরো পড়ুন:অভিনেতা শ্রীমুরালীর জন্মদিনে এ কি প্রকাশ পেল!
উল্লেখ্য সোনু ইতিপূর্বে পেটা ইন্ডিয়ার “হাগ এ ভেজিটেরিয়ান” দিবসে অংশ নিয়েছিল এবং ম্যাকডোনাল্ডসকে তার মেনুতে ম্যাকভিগান বার্গার যুক্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়ে একটি পোস্ট করেছিলেন। এছাড়া শ্রদ্ধা কাপুরকেও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল নিরামিষ খাবারের ছবি শেয়ার করতে দেখা যায়।
এসম্পর্কে পেটা ইন্ডিয়া জনসংযোগ আধিকারিক সচিন বাঙ্গেরা এক বিবৃতিতে বলেন, “সোনু সুদ ও শ্রদ্ধা কাপুর এঁরা যখনই খেতে বসেন তখনই পৃথিবীকে পাল্টাতে সাহায্য করেন। ফল এবং শাকসব্জি কখনই মহামারী সৃষ্টি করে না ।আর এই ধারার জীবনযাপন করার জন্য পেটা ইন্ডিয়া সোনু সুড়ঙ্গ এবং শ্রদ্ধা কাপুরকে সম্মান জানাচ্ছে এবং তাদের অনুরাগীদের আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করছে।”