দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আর কিছুদিনের মধ্যেই সৃজিত অনুগামীদের সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। হইচই-এর ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে পরিচালক সৃজিত মুখার্জির নতুন ওয়েব সিরিজ। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা জনপ্রিয় থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে নতুন ওয়েব সিরিজ বানাচ্ছেন তিনি। এই ওয়েব সিরিজে সৃজিত মুখার্জির নতুন সংযোজন জনপ্রিয় অভিনেতা রাহুল বোস।
আরো পড়ুন:এবার “লাভ জেহাদ”-এর সমর্থনে অনন্য ভূমিকায় পুলিশ
এই প্রথমবার পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা।এছাড়া এবারের সিরিজেও অব্যাহত সৃজিত অনির্বাণ জুটি। সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য।




উল্লেখ্য প্রথমে বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে কাজ করার কথা ভেবেছিলেন সৃজিত। কিন্তু পরে তিনি নিজেই টুইট করে জানান, করোনার কারণে বাংলাদেশে গিয়ে শুটিং করা সম্ভব নয়। তাই কলকাতার শিল্পীদের নিয়েই ওয়েব সিরিজ তৈরির কাজ শুরু করে দেন তিনি।