দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজ থেকেই কলকাতায় শুরু হয়েছে মাদার টেরিজার জীবন অবলম্বনে তৈরি বায়োপিক “কবিতা অ্যান্ড টেরিজা”র শুটিং। জানা গেছে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বনমালি সরকার স্ট্রিট, হাতিবাগান, নিউ মার্কেট, লোহিয়া মাতৃ সেবা সদন হাসপাতাল, গিরিশ পার্ক, শ্যামপুকুর এবং নর্থ পোর্টের মতো উত্তর কলকাতার একাধিক এলাকায় এই সিনেমার শুটিং চলবে।
পরিচালক কমল মুসালের পরিচালিত এই হলিউড মুভিতে মাদার টেরিজার ভূমিকায় অভিনয় করবেন বিদেশী অভিনেত্রী জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন বনিতা সান্ধু এবং দীপ্তি নাভাল।এই ছবির জন্যই বেহালা বাজানো শিখছেন বলে জানিয়েছেন বনিতা। সেই সঙ্গে শিখেছেন পিয়ানো বাজানোও।
আরো পড়ুন: ”ক্ষুদিরামকে নিয়ে রাজনীতি করা উচিত নয়; ক্ষুদিরাম যেমন বাংলার, তেমন ভারতেরও” : অমিত শাহ
মাদার টেরিজার জীবনকাহিনি থেকে মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এই সিনেমা।আলবেনীয় হলেও তিনি ছিলেন ভারতীয় ক্যাথেলিক সন্নাসী। ছোটবেলা থেকেই মানবসেবাকে জীবনের ধর্ম মনে করে নিজের জীবনটাকেই মানব সেবার কাজে উৎসর্গ করেছিলেন তিনি।বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তাঁর স্বপ্ন। উল্লেখ্য মাদার টেরিজা জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন কলকাতায়। মানবসেবাকে পাথেয় করে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন একাধিক হোম,এবং হাসপাতাল। সেই প্রেক্ষাপটকেই তাঁর বায়োপিকে তুলে ধরতেই কলকাতায় এই সিনেমার শুটিং শুরু হয়েছে। জানা গেছে কলকাতা ছাড়াও লন্ডনেও এই সিনেমার শুটিং হবে।